উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে ভোটার লিস্টে কারচুপির অভিযোগ উঠল। দুই WBCS অফিসার সহ ৫ জনের বিরুদ্ধে এফআইরের নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশনের (Election Fee Of India)। দুই ইআরও (ERO) দুই এইআরও (AERO)-কে সাসপেন্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
সাসপেন্ড করা হয়েছে বারুইপুর পূর্বের ইআরও দেবত্তম দত্ত চৌধুরী এবং ময়নার ইআরও বিপ্লব সরকারকে। এছাড়া বারুইপুর পূর্বের এইআরও তথাগত মণ্ডল এবং ময়নার এইআরও সুদীপ্ত দাসের বিরুদ্ধেও কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে কমিশন। এ সংক্রান্ত রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও এফআইআরের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।