উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ একুশে জুলাইয়ের শহিদ স্মরণে ধর্মতলার মহাসমাবেশে যাওয়ার আনন্দে আত্মহারা তৃণমূল কর্মী সমর্থকরা। প্রতি বছরই এই বিশেষ দিনটি ঘটা করে পালন করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিনটিকে সফল করতে উৎসাহের অন্ত নেই দলীয় কর্মী সমর্থকদের। আর এর মাঝেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গেল এক তৃণমূল নেতার ফেসবুক লাইভের ভিডিও। যা ইতিমধ্যেই শহিদ দিবসের অনুষ্ঠানকে প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দিয়েছে।
একুশে জুলাই ধর্মতলায় শহিদদের স্মরণে তৃণমূলের মহাসমাবেশ যোগ দিতে রাজ্যের প্রতিটি জেলা থেকে কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। এই আবহে, জলঙ্গি থেকে উঠে এল এক বিতর্কিত ভিডিও। জলঙ্গি দক্ষিণ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধর্মতলায় যাওয়ার পথে বাসে বসে তৃণমূলের এক যুবনেতা একটি ফেসবুক লাইভ করেন। যেখানে দেখা যাচ্ছে, বাসে চলছে চিকনি চামেলি গান। সঙ্গে উদ্দাম নাচ। কেউ কেউ উত্তেজনার ঠেলায় জামাও খুলে ফেলেছেন। যেন উৎসব লেগেছে। অথচ সেই যাত্রার লক্ষ্য শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন। সেটা হয়তো জানা নেই তৃণমূল কর্মী সমর্থকদের একাংশের। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ।
চটুল হিন্দি গানের সঙ্গে তৃণমূল কর্মীদের উদ্দাম নৃত্যের ভিডিও ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। শহিদ দিবসের স্বার্থকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ থেকে বিরোধীরা। শহিদ স্মরণ কি এবার নিছকই আনন্দযাত্রায় রূপ নিচ্ছে?”, “একুশে জুলাইয়ের মূল উদ্দেশ্য কি তবে হারিয়ে যাচ্ছে?”এই ধরণের নানান প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তৃণমূল নেতৃত্বকে।
অনেকেই মনে করছেন, “এই ধরনের আচরণ শুধু অশোভনই নয়, শহিদদের প্রতি এক ধরনের অসম্মান। শোক ও শ্রদ্ধার দিনে এমন চিত্র ভাবনারও বাইরে।” যদিও এখনও পর্যন্ত তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এই ভিডিও বা বিতর্ক নিয়ে কোনও মন্তব্য আসেনি।