উত্তরবঙ্গ সংবাগ ডিজিটাল ডেস্ক: এবার বালি পাচারের (Sand Smuggling Case) তদন্তে সরাসরি নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) (ED Raids)। সোমবার সকালে রাজ্যের চার জেলার ২২টি জায়গায় অভিযান শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা।
এদিন বালি পাচারের সঙ্গে যুক্ত সন্দেহে বালি ব্যবসায়ী সহ একাধিক ব্যক্তির বাড়িতে হানা দেয় ইডি। ঝাড়গ্রাম (Jhargram), পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur), উত্তর ২৪ পরগনা (North 24 Pargana) এবং কলকাতা (Kolkata)-র একাধিক জায়গায় তল্লাশি চলছে। সূত্রের খবর, এই প্রথমবার বালি ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে সরাসরি পদক্ষেপ করল ইডি (ED)।
এদিন ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ১ ও ২ ব্লকের একাধিক বালি ব্যবসায়ীদের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকদের দল। তাঁদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, ব্যবসায়ীদের বাড়ির ভিতরে তল্লাশি ও তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন আধিকারিকরা। জানা গিয়েছে, ঝাড়গ্রামের ব্যবসায়ী শেখ জহিরুল আলি বাড়িতেই প্রথম হানা দেয় ইডি-র টিম। দীর্ঘদিন ধরে সুবর্ণরেখা নদী থেকে বালি পাচারের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। জহিরুল আলি দীর্ঘদিন ধরে বালি কারবারের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। তাঁর নিজস্ব বালি খাদানও রয়েছে। জহিরুল আগে ভিলেজ পুলিশে ছিলেন। পরে সেই চাকরি ছেড়ে বালির কারবার শুরু করেন। ইতিমধ্যে বাড়ির সদস্যদের ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে।
এছাড়া কলকাতার রিজেন্ট পার্কেও পৌঁছেছে ইডি আধিকারিকদের একটি দল। জানা গিয়েছে, এই মুহূর্তে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার এক কর্মীর বাড়িতে হানা দিয়েছেন তাঁরা। এছাড়া অভিযান চলছে উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে। অভিযানে একাধিক টিম কাজ করছে। কেন্দ্রীয় বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে।