Eco Warrior | ‘ইকো ওয়ারিয়র’ পারভিন

Eco Warrior | ‘ইকো ওয়ারিয়র’ পারভিন

খেলাধুলা/SPORTS
Spread the love


নীহাররঞ্জন ঘোষ, মাদারিহাট:  এ বছর বন ও বন্যপ্রাণ সংরক্ষণের জন্য ‘ইকো ওয়ারিয়র অ্যাওয়ার্ড’ পেলেন জলদাপাড়ার বিভাগীয় বনাধিকারিক পারভিন কাশোয়ান (Eco Warrior)। বৃহস্পতিবার নয়াদিল্লিতে তাঁর হাতে পুরস্কার তুলে দেন ভারতের মানবাধিকার কমিশনের মহাসচিব, ভারতের প্রধান বনপাল, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের ডিরেক্টর জেনারেল। বৃহস্পতিবার ছিল বন শহিদ দিবস। দেশের বিভিন্ন বিভাগ থেকে মনোনীত ৮০ জনের বেশি আইএফএস অফিসারের মধ্যে পারভিনকে বেছে নেন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত বিচারকমণ্ডলী। আইএফএস (কেন্দ্রীয়) অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান মিডিয়া হাউসের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান তৃতীয় বছরে পদার্পণ করল। সেই অনুষ্ঠানে পারভিনকে এই পুরস্কারে ভূষিত করা হয়।

পারভিন বক্সা টাইগার রিজার্ভে থাকার সময় দুটি গ্রামকে সফলভাবে স্থানান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রথমবার বাঘের উপস্থিতি নথিভুক্ত হয়। এছাড়াও জলদাপাড়ার বন্যপ্রাণীদের সুরক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। একাধিক শিকারিচক্রকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে সাজা নিশ্চিত করা হয়েছে।

পারভিন প্রথম জীবনে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পাশ করেন। এরপর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আইএফএস ও সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি জেএনইউ থেকে এমফিল করেছিলেন।

‘ইকো ওয়ারিয়র অ্যাওয়ার্ড’ পাওয়ার পর পারভিন জানান, আরও দায়িত্ব বেড়ে গেল। যে কোনও পুরস্কার সবসময়ই গর্বের বিষয়। তবে তিনি সমস্ত বনকর্মীর কাছে কৃতজ্ঞ। সকলের প্রচেষ্টার জন্যই এই সাফল্য বলে জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *