উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল ইস্টবেঙ্গল ক্লাব। সোমবার নিজেদের ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টসকে ২-১ গোলে হারিয়ে অপরাজিত থেকেই লিগ চ্যাম্পিয়ন হল লাল-হলুদ ব্রিগেড। এই জয়ের মাধ্যমে ইস্টবেঙ্গল টানা দ্বিতীয় কলকাতা লিগ শিরোপা ঘরে তুলল।
খেতাব জয়ের জন্য এই ম্যাচে ড্র করলেই যথেষ্ট ছিল। কিন্তু জয়ের নেশা নিয়েই যেন এদিন মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধেই ডেভিড লালানসাঙ্গার গোলে এগিয়ে যায় তারা। এরপর বেশ কিছু আক্রমণ তৈরি করেও গোলের সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গলের ফরোয়ার্ডরা। দ্বিতীয়ার্ধে ইউনাইটেড স্পোর্টস খেলায় ফেরে এবং গোলের জন্য মরিয়া চেষ্টা করে। খেলার ৮৮ মিনিটে ইউনাইটেড সমতা ফেরালে ইস্টবেঙ্গল শিবিরে কিছুটা চাপ সৃষ্টি হয়। কিন্তু পরের মিনিটেই শ্যামল বেসরার গোলে আবারও এগিয়ে যায় ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচটি জিতে নেয় লাল-হলুদ ব্রিগেড।
এই জয় ইস্টবেঙ্গলের জন্য দ্বিগুণ আনন্দের। কারণ, শুক্রবার কলকাতা হাইকোর্টের রায়ের পর শনিবারই আইএফএ ইস্টবেঙ্গলকে গত মরসুমের লিগ চ্যাম্পিয়ন হিসাবে ঘোষণা করে। সোমবার ম্যাচের আগে আনুষ্ঠানিকভাবে সেই ট্রফি ইস্টবেঙ্গলের হাতে তুলে দেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ফলে তিন দিনের ব্যবধানে দুইবার কলকাতা লিগ জয়ের বিরল রেকর্ড গড়ল ইস্টবেঙ্গল।
এদিন ম্যাচের শেষ বাঁশি বাজার পর ইস্টবেঙ্গলের রিজার্ভ বেঞ্চের খেলোয়াড় ও কোচেরা মাঠে নেমে আসেন এবং উল্লাসে মেতে ওঠেন। গ্যালারিতে জ্বলে ওঠে মশাল। সমর্থকরা স্লোগানে স্লোগানে মাতিয়ে তোলেন গোটা স্টেডিয়াম। তাঁদের প্রিয় দল অপরাজিত থেকে লিগ জেতার আনন্দে উৎসবের ঢেউ বয়ে যায় লাল-হলুদ জনসমুদ্রে।