উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কলকাতা লিগে কাস্টমসের বিরুদ্ধে ২-২ গোলে ম্যাচ ড্র করল ইস্টবেঙ্গল। নৈহাটি স্টেডিয়ামে শনিবারের ম্যাচে প্রথমার্ধে দুগোলে পিছিয়ে পড়েছিল লাল-হলুদ শিবির। এদিন পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন কাস্টমসের শিলক তিওয়ারি। এর কিছু সময় বাদেই কাস্টমসের হয়ে দ্বিতীয় গোলটি করেন সৌরভ সেন।
দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলটি করেন পরিবর্ত হিসাবে খেলতে নামা অনন্থু। জেসিন টিকের কর্নার থেকে গোল করেন তিনি। এর ১০ মিনিট বাদে ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোলটি করে খেলায় সমতা ফেরান প্রভাত লাকড়া। শেষের দিকে গোল করার মরিয়া চেষ্টা চালালেও গোল করতে পারেনি ইস্টবেঙ্গল। ফলে ১ পয়েন্ট নিয়েই এদিন সন্তুষ্ট থাকতে হয় লাল-হলুদ শিবিরকে।