উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জয়ের ধারা অব্যাহত ইস্টবেঙ্গলের। ডার্বি জয়ের পর নিজেদের মনোবল বাড়িয়ে বড় ব্যবধানে জয় হাসিল করল লাল-হলুদ ব্রিগেড। মঙ্গলবার কলকাতা লিগের ম্যাচে বেহালা এসএসকে ৬-০ ব্যবধানে হারাল বিনো জর্জের ছেলেরা।
এদিন ব্যারাকপুরের মাঠে প্রথম থেকেই ইস্টবেঙ্গল চাপে রেখেছিল বেহালা এসএস কে। তুলনামূলক দুর্বল বেহালার দলটির বিরুদ্ধে গাছাড়া মনোভাব দেখাননি বিনো জর্জের ছেলেরা। লাল-হলুদের দাপটে রক্ষণ সংগঠন অটুট রাখতে পারেনি বেহালা এসএস। রক্ষণে একের পর এক আক্রমণ তুলে এনেছেন ইস্টবেঙ্গল ফুটবলারেরা। প্রথম গোলের দেখা মেলে ১৮ মিনিটের মাথায়। ইস্টবেঙ্গল এগিয়ে যায় চাকু মাণ্ডির গোলে। ৩০ মিনিটে গোলের ব্যবধান বাড়িয়ে বল জালে জড়ান লাল-হলুদের ডেভিড। ৩ মিনিট পরেই অর্থাৎ ৩৩ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন মহম্মদ আশিক। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।
প্রথমার্ধেই ৩ পয়েন্ট এক রকম নিশ্চিত হয়ে যাওয়ায় দ্বিতীয়ার্ধে লাল-হলুদ ফুটবলারেরা আরও চাপমুক্ত হয়ে খেলেন। ইস্টবেঙ্গলের আগ্রাসী ফুটবলের চাপে আরও এলোমেলো খেলতে শুরু করেন বেহালা এসএসেকের ফুটবলারেরা। ম্যাচের ৭১ থেকে ৭৫ মিনিটের মধ্যে আরও ৩ গোল করে জয় নিশ্চিত করে ইস্টবেঙ্গল। পর পর তিনটি গোল করেন যথাক্রমে নসিব রহমান, মার্ক জোথানপুইয়া এবং গুইতে ভানলালপেকা। ৬-০ গোলে ম্যাচ জিতে যায় ইস্টবেঙ্গল।