East Bengal | অধিনায়ক মহেশ, ঘোষণা ইস্টবেঙ্গলের

East Bengal | অধিনায়ক মহেশ, ঘোষণা ইস্টবেঙ্গলের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


কলকাতা: আগামী মরশুমে ইস্টবেঙ্গলের নতুন অধিনায়ক হতে চলেছেন নাওরেম মহেশ সিং। মঙ্গলবার ক্লাবের বারপুজোয় তিনিই সংকল্পে বসবেন। সঙ্গে থাকবেন কোচ অস্কার ব্রুজোঁ। সোমবার ক্লাবের পক্ষ থেকে এমনটাই ঘোষণা করা হয়েছে।

নববর্ষের দিন সকাল সাড়ে আটটা থেকে বারপুজো শুরু হবে। বারপুজোর পরে সাড়ে দশটায় ক্লাবের মাঠেই সুপার কাপের প্রস্তুতি সারবে লাল-হলুদ শিবির। সেইজন্য সোমবার দেখা গেল জোরকদমে মাঠ প্রস্তুত করছেন ক্লাবের কর্মীরা। বারপুজোর দিন লাল-হলুদের সিনিয়ার দল ছাড়াও মহিলাদের জাতীয় লিগ জয়ী দল এবং অন্যান্য বয়সভিত্তিক দলের ফুটবলাররাও উপস্থিত থাকবেন।

এদিকে ‘ক্লেইটন সিলভা বিতর্ক’ নিয়ে বিশেষ মাথা ঘামাচ্ছে না লাল-হলুদ। বরং তাদের নজর সুপার কাপের প্রস্তুতির দিকে। মঙ্গলবার ক্লাবের বারপুজোয় ক্লেইটন উপস্থিত থাকবেন বলেই জানা গিয়েছে। অন্যদিকে সোমবার মোহনবাগান ক্লাবকে শিল্ড জয়ের জন্য চিঠি শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *