উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : রাশিয়ায় ভূমিকম্পের (Earthquake) পর হল সুনামি (the tsunami)। বুধবার রাশিয়ার (Russia) সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপ ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮.৮। এমন ভূমিকম্পের ফলে আছড়ে পড়েছে সুনামি। প্রায় চার মিটার উঁচু ঢেউয়ের ফলে বিধ্বস্ত হয়ে গিয়েছে গোটা এলাকা। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।
এদিকে রাশিয়ার পাশাপাশি জাপানের (Japan) হোক্কাইডো উপকূলবর্তী এলাকাতেও আছড়ে পড়েছে সুনামি। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি যে উপকূলবর্তী এলাকার অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভূমিকম্পের ফলে আমেরিকা সহ প্রশান্ত মহাসাগরের আশপাশের বেশ কয়েকটি দেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ট থেকে ১৯.৩ কিলোমিটার গভীরে।
রাশিয়ার এক মন্ত্রী জানিয়েছেন, ভূমিকম্পের পর কামচাটকা অঞ্চলের কিছু অংশে ঢেউ সহ সুনামি দেখা যায়। সেই কারণে বাসিন্দাদের সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে দূরে সরে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনও বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে।
রাশিয়ার কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ জানিয়েছেন, এমন ভূমিকম্প কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল।
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানিয়েছেন, তিনি পরিস্থিতির ওপর নজর রাখছেন। পরিস্থিতি মোকাবিলা করার জন্য একটি কমিটি গঠন করেছে জাপান সরকার। সুনামির আশঙ্কা প্রবন এলাকাগুলির মানুষজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
কয়েকদিন আগে পর পর ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাশিয়ার কামচাটকা উপকূলবর্তী অঞ্চল। রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৬.৬। দ্বিতীয়টির মাত্রা ৭.৪। পরে আরও তিন বার ভূমিকম্পে কেঁপে ওঠে কামচাটকা উপদ্বীপ।