উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভুস্বর্গে ভূমিকম্প! সূত্রের খবর, রাত ২ টা ৫০ নাগাদ ভূমিকম্পের জেরে কেপে ওঠে লাদাখ এবং জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কার্গিল। ভূপৃষ্ঠের প্রায় ১৫ কিলোমিটার গভীরে এই ভূকম্পনের সৃষ্টি হয় বলে জানিয়েছে জাতীয় ভূকম্প পরিমাপ কেন্দ্র (Nationwide Middle for Seismology)। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। অপরদিকে এই ঘটনার প্রায় ৩ ঘণ্টা পর ভূকম্পন অনুভুত হয় উত্তর-পূর্ব ভারতেও। সকাল ৬ টার দিকে অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং অঞ্চলে ভূমিকম্প অনুভুত হয় বলে জানা গিয়েছে। এখানে ভূকম্পনের মাত্রা ছিল ৪.০।