ঘোকসাডাঙ্গা : বাবা পরিযায়ী শ্রমিক, মা দিনমজুরি করেন। এমনই হতদরিদ্র পরিবারের যমজ দুই সন্তানের মৃত্যু হল জলে ডুবে (Dying by drowning)। কোচবিহার (Cooch Behar) জেলার মাথাভাঙ্গা ২ ব্লকের দ্বারিকামারির ঘটনা। স্থানীয় সূত্রে খবর, দুই যমজ ভাইয়ের নাম বিক্রম বর্মণ ও প্রীতম বর্মণ। বয়স ৮। দু’জনেই দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
রবিবার তাদের মা সুমিত্রা বর্মণ বাড়ি থেকে একটু দূরেই জমিতে দিনমজুরি করতে যান। বাড়িতে ছিল তিন ভাই ও ঠাকুমা জোৎস্না বর্মণ। স্কুল ছুটি থাকায় বাড়ির পাশেই খেলছিল তিন ভাই। হঠাৎই পুকুরে পড়ে যায় যমজ ভাই বিক্রম ও প্রীতম। বিপদ বুঝে ছোট ভাই ত্রিদেব গিয়ে ঠাকুমাকে জানায়। এ
রপরই শোরগোল পড়ে যায় গোটা গ্রামে। মৃত ওই দুই শিশুর কাকা রোহিত বর্মণ ও গ্রামের কয়েকজন ছুটে এসে পুকুরে ঝাঁপ দিয়ে দু’জনকে উদ্ধার করে ঘোকসাডাঙ্গা প্রাথমিক স্বাস্থকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বল ঘোষণা করেন। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দ্বারিকামারি এলাকায়। একসঙ্গে দুই ছেলেকে হারিয়ে বারবার কান্নায় ভেঙ্গে পড়ছেন মা সুমিত্রা। শোকস্তব্ধ আত্মীয়স্বজন থেকে প্রতিবেশি সকলেই।