বিশ্বজিৎ প্রামাণিক, পতিরাম: দশেরা (Dussehra) উপলক্ষ্যে রাবন দহনের আয়োজন করল বিএসএফ। বিএসএফের ১২৩ ব্যাটালিয়ন দক্ষিণ দিনাজপুরের বিজয়াদশমীর পবিত্র উৎসব পালন করে। অশুভের ওপর শুভের জয়ের প্রতীক হিসেবে ৫৮ ফুট উঁচু রাবণ দহনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। রাবণের পাশাপাশি কুম্ভকর্ণ ও মেঘনাদের বিশাল কুশপুতুলও পোড়ানো হয়। এর আগে বাহিনীর সদস্য এবং শিশুদের অংশগ্রহণে মঞ্চস্থ হয় রাবণ বধ নাটক ও রামলীলার মনোমুগ্ধকর
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রায়গঞ্জ আঞ্চলিক সদর দপ্তরের ডিআইজি মোহিন্দর সিং। তাঁর সঙ্গে ছিলেন রায়গঞ্জ আঞ্চলিক সদর দপ্তরের কমান্ড্যান্ট রণবীর সিং ডোগরা, ১২৩ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট গুরিন্দর সিং, ২৯ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট রাহুল সিং এবং ৭৯ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট কংইয়ানবা থিংবাইজম। মোহিন্দর সিং বলেন, ‘বিএসএফ-এর কর্মীরা রামের দায়িত্ব ও কর্তব্য পালন করছে। সীমানায় যারা বেআইনি কার্যকলাপ করে তারা-ই আধুনিক রাবণ। তাই এইসব রাবণ বধ করাই বিএসএফের রামদের দায়িত্ব।’