Durga Puja 2026 | পরের বছর পুজো কবে? উৎসবপ্রিয় বাঙালির নজর ২০২৬ সালের ক্যালেন্ডারে, দেখে নিন দুর্গাপুজোর নির্ঘণ্ট    

Durga Puja 2026 | পরের বছর পুজো কবে? উৎসবপ্রিয় বাঙালির নজর ২০২৬ সালের ক্যালেন্ডারে, দেখে নিন দুর্গাপুজোর নির্ঘণ্ট    

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাঙালির প্রাণের উৎসবের আজ দশমী। মন খারাপের দশমী। আর দশমী মানেই পুজোর সমাপ্তি। উমা পাড়ি দিয়েছেন কৈলাশে পতিগৃহে। এ বার শারদোৎসবের তিথি ছিল অনেক আগেই। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হওয়া দুর্গাপুজোর ইতি হয়েছে ২ অক্টোবর। একপ্রকার নির্বিঘ্নেই কেটে গেল এবছরের দুর্গোৎসব। আর আগামী বছরের শারদোৎসবের জন্য অপেক্ষা করতে হবে প্রায় ১২ মাস। ইতিমধ্যেই উৎসবপ্রিয় বাঙালির নজর আগামী বছরের ক্যালেন্ডারে। সেখানে এখনই প্রকাশিত হয়েছে ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট।

২০২৬ সালে মহালয়া পড়ছে ১০ অক্টোবর, শনিবার। মহালয়ার দিন থেকেই দেবীপক্ষের সূচনা এবং পিতৃপক্ষের অবসান। এর ঠিক এক সপ্তাহ পর ১৭ অক্টোবর, শনিবার পড়ছে ষষ্ঠী। ওই দিন থেকেই মূলত দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা হবে। ১৮ অক্টোবর, রবিবার পালিত হবে সপ্তমী। ১৯ অক্টোবর, সোমবার অষ্টমী— দুর্গাপুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। সকালবেলায় অষ্টমীর অঞ্জলি দিতে লাখো লাখো মানুষ ভিড় করবেন মণ্ডপে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সন্ধিপুজো, যা সর্বদাই বাঙালি সমাজের কাছে বিশেষ তাৎপর্য বহন করে। ২০ অক্টোবর, মঙ্গলবার পড়ছে নবমী। শেষে ২১ অক্টোবর, বুধবার বিজয়া দশমী। দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে পাঁচ দিনের উৎসব। এ বছর কোজাগরী লক্ষ্মীপুজোর নির্ঘণ্ট হল ৬ অক্টোবর। তবে আগামী বছর কোজাগরী লক্ষ্মীপুজো হবে ২৫ অক্টোবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *