সমীর দাস, হ্যামিল্টনগঞ্জ: কালচিনি ব্লকের পুরোনো দুর্গাপুজোগুলোর (Durga Puja 2025) মধ্যে অন্যতম হ্যামিল্টনগঞ্জের শ্যামাপ্রসাদ কলোনির শ্যামাপ্রসাদ সংঘের দুর্গাপুজো। মণ্ডপসজ্জা থেকে শুরু করে নিয়মানুবর্তিতা মানায় নানা মহল থেকে প্রশংসিত হয় ওই ক্লাবের পুজো। এবছর ক্লাবের পুজোর ৫৫তম বর্ষ। ক্লাবের সামনে থাকা ডাকবাংলো ময়দানে পুজোর আয়োজন করা হয় প্রতিবছর। এবছর ওই ক্লাবের থিম একটুকরো গ্রাম। পুজোর আয়োজক কমিটির তরফে জানানো হয়েছে, গ্রামবাংলার প্রকৃতির রূপ তুলে ধরা হবে মণ্ডপসজ্জায়। মাটির তৈরি ধানখেত থাকবে। থাকবে কৃত্রিম পুকুর। মাঠে কৃষকের চাষ করার দৃশ্য ছাড়াও মহিলাদের কলসি কাঁধে জল ভরতে যাওয়ার দৃশ্য শিল্পীরা নিপুণভাবে ফুটিয়ে তুলবেন। সেইসঙ্গে স্থানীয় মৃৎশিল্পী লিটন পালের সুদৃশ্য প্রতিমা রাখা থাকবে মণ্ডপে। গ্রামবাংলার রূপ তুলে ধরার জন্য থাকবে আলোকসজ্জার ব্যবস্থা।
পুজোর আয়োজক কমিটির সম্পাদক শ্যামল দেবনাথ বলেন, ‘অষ্টমীতে প্রতি বছরের মতো এবছরও খিচুড়ি ভোগ বিতরণ করা হবে। ছোটদের নিয়ে পুজোর শুরুতেই সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছে। কালচিনি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছরের মতো এবছরও দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে।’
বিবেকনগর সহ আশপাশের পাড়া থেকেও প্রচুর দর্শনার্থী আসবেন পুজোয়। পুজো হবে নিয়মনিষ্ঠার সঙ্গে। এছাড়াও প্রতিবছরের মতো এবারও পুজোয় নিয়মানুবর্তিতা মেনে চলা হবে বলে আয়োজক কমিটির সম্পাদক জানিয়েছেন। প্রতিমা নিরঞ্জনের সমারোহ আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে ক্লাবের তরফে।