দেবদর্শন চন্দ, কোচবিহার: ঢাকে কাঠি পড়তে বাকি আর মাত্র কয়েকদিন। বিভিন্ন ক্লাবের মাঠে জোরকদমে চলছে প্রস্তুতি। শহরের বারোয়ারি পুজোগুলির (Durga Puja 2025) মধ্যে অন্যতম পুরাতন পোস্ট অফিসপাড়া কালচারাল ক্লাবের দুর্গাপুজো। এবছর এই ক্লাবের পুজো ৯৪ বছরে পা ফেলতে চলেছে। তাদের এবছরের থিম ‘সাত পাকে বাঁধা’। পুজোর থিম সম্পর্কে উদ্যোক্তারা জানান, এবার তাঁদের মণ্ডপে শিব এবং পার্বতীর বিভিন্ন রূপ ফুটে উঠবে।
পুরাতন পোস্ট অফিসপাড়ার মাঠে আপাতত শিল্পীরা কাল্পনিক মণ্ডপ তৈরিতে ব্যস্ত। ক্লাবঘরে প্লাইবোর্ডের ওপর শিব এবং পার্বতীর বিভিন্ন রূপ ফুটিয়ে তুলছেন তাঁরা। কাঠ, বাঁশ, প্লাই, কাপড় ইত্যাদি পরিবেশবান্ধব উপকরণ দিয়ে মণ্ডপ তৈরি হচ্ছে। এছাড়া মণ্ডপসজ্জায় টোপর, শাঁখা, পলা, গাছ কৌটো সহ অন্যান্য বিয়ের সামগ্রী ব্যবহৃত হচ্ছে। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা তৈরি হচ্ছে বলে জানান পুজো কমিটির সম্পাদক ভাস্কর পাল। তাঁর কথায়, ‘জাঁকজমকের পাশাপাশি নিয়মনিষ্ঠার সঙ্গে আমাদের ক্লাবে পুজো হয়। মণ্ডপের পাশাপাশি আমাদের মাতৃ মূর্তিতে থাকবে বিশেষ চমক।’
উদ্যোক্তারা জানান, প্রতিবারের মতো এবারও গোটা এলাকাজুড়ে থাকবে অত্যাধুনিক আলোকসজ্জা। এবছর এই ক্লাবের পুজোর বাজেট প্রায় ১২ লক্ষ টাকা। পুজোর দিনগুলিতে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। এছাড়া একাধিক সামাজিক কর্মসূচি করা হয়। পুজোর আয়োজকরা জানান, পুজোর দিনগুলির মধ্যে একদিন দুঃস্থদের মধ্যে বস্ত্রদান করা হবে।
পুজো কমিটির কোষাধ্যক্ষ সুনীল লাখোটিয়া বলেন, ‘প্রতিবার আমাদের পুজো দেখতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। এবছরও আমাদের পুজো দর্শনার্থীদের নজর কাড়বে বলে আমরা আশাবাদী।’