Durga Puja 2025 | র‍্যাম্পে হাঁটবে ছয় থেকে ষাট, স্টেশনপাড়ার থিমে সোমনাথ মন্দির 

Durga Puja 2025 | র‍্যাম্পে হাঁটবে ছয় থেকে ষাট, স্টেশনপাড়ার থিমে সোমনাথ মন্দির 

শিক্ষা
Spread the love


দুর্গাপুজোকে ঘিরে বাঙালির আনন্দের সীমা নেই। হাতে আর কয়েকটা দিন। তাই এই মুহূর্তে সবর্ত্র চলছে জোর আয়োজন। শুধু থিম বা আলোকসজ্জায় নয়, পুজো উপলক্ষ্যে নানা অনুষ্ঠানেরও চলছে প্রস্তুতি। আলিপুরদুয়ারের স্টেশনপাড়া ক্লাবের পুজো কমিটি এবছর সপ্তমী, অষ্টমী এবং নবমীর দিন ফ্যাশন শো আয়োজন করবে।

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: ধরুন আপনি দুর্গাপুজোর (Durga Puja 2025) নবমীতে প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছেন। বিভিন্ন পুজোমণ্ডপের রকমারি থিম দেখে একটা পুজোমণ্ডপে গিয়ে মণ্ডপের সজ্জা যখন নজর টানল, তখন সেখানেই আবার দেখা গেল ষাট বছরের কোনও এক প্রবীণা র‍্যাম্প ওয়াক করছেন। তাহলে কেমন হয়? বিভিন্ন থিমের মাঝে নিশ্চয় আলাদা কিছু মুহূর্ত পাওয়া যাবে। এই আলাদা মুহূর্ত তৈরির কাজ করছে আলিপুরদুয়ার (Alipurduar) শহরের স্টেশনপাড়া ক্লাব। এবছর দুর্গোৎসবে ওই ক্লাবের সদস্যরা ফ্যাশন শো আয়োজনের পরিকল্পনা করেছেন। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে এই ফ্যাশন শো চলবে। আকর্ষণীয় বিষয় হল তিনদিন তিন প্রজন্মের ফ্যাশন শো অনুষ্ঠিত হবে।

স্টেশনপাড়া ক্লাবের পুজো কমিটির সম্পাদক বেণু দে’র বক্তব্য, ‘প্রাথমিকভাবে আলোচনা হয়েছে যে একদিন ১৫ বছরের কমবয়সিরা, একদিন ১৫-৪০ বছর বয়সিরা এবং আরেকদিন ৪০ বছরের বেশি বয়সিরা ফ্যাশন শো-তে অংশ নিতে পারবেন।’

একদিকে যেমন ওই ফ্যাশন শো নিয়ে জোর আলোচনা চলছে, তখন পুজোমণ্ডপও আকর্ষণীয় হবে বলেও জানাচ্ছেন উদ্যোক্তরা। স্টেশনপাড়ার পুরোনো বাসস্ট্যান্ডে এখন চলছে মণ্ডপের কাজ। মণ্ডপের কাজের জন্য ওই স্ট্যান্ড থেকে যাওয়া অসমগামী কিছু গাড়িকে অন্যত্র সরাতে হয়েছে। কয়েকটি বাস ওই স্ট্যান্ডে থাকছে। গুজরাটের সোমনাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে স্টেশনপাড়া ক্লাবের পুজোমণ্ডপ।

এখন মণ্ডপের বাঁশের ও কাঠের কাজ চলছে। কয়েকদিনের মধ্যেই কাপড় ও ফোমের কাজ শুরু হবে। সোমনাথ মন্দিরের আদলে তৈরি মণ্ডপটির দৈর্ঘ্য হবে প্রায় ৬৫ ফুট ও প্রস্থ ৮০ ফুট। নবদ্বীপের ১৩ জন শ্রমিক বর্তমানে ওই কাজে যুক্ত রয়েছেন। মণ্ডপশিল্পী সৌরভ দাস বলছেন, ‘গত বছর দুর্গাপুজোয় হাওড়ায় এই পুজোমণ্ডপ তৈরি করা হয়েছিল। একইভাবে এখানে কাজ চলছে। এখানে কাঠামো তৈরির কাজ চলছে। মণ্ডপের ভিতরে যে ফোমের মডেলগুলো লাগানো হবে সেগুলো নবদ্বীপে বানানো হচ্ছে। কাজ শেষ হলেই লরি দিয়ে সেগুলো আনা হবে।’

মণ্ডপের বাইরে ও ভিতরে কয়েকশো সিংহের মডেল লাগানো হবে। এছাড়াও বিভিন্ন দেবদেবীর ছবিও লাগানো হবে মণ্ডপের ভিতরের অংশে ও বাইরের অংশে। মণ্ডপ যখন তৈরি হচ্ছে দেশের অন্যতম পুরোনো মন্দিরের আদলে তখন স্টেশনপাড়া ক্লাবের এবছরের দুর্গা প্রতিমায় থাকছে সাবেকিয়ানার ছোঁয়া। পুজোর উদ্যোক্তারা জানাচ্ছেন, এবছরের পুজোর বাজেট ধরা হয়েছে ২৫-৩০ লক্ষ টাকা। এই টাকার বেশিরভাগ যখন খরচ হবে মণ্ডপসজ্জায়। আলোকসজ্জাতেও মোটা অঙ্কের টাকা খরচ হবে। মণ্ডপে ঢোকার রাস্তায় বড় আলোর তোরণ লাগানো হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *