দুবাই: ক্রিকেটে ফের বড়সড়ো রদবদল করছে আইসিসি। বল পরিবর্তন সহ ইতিমধ্যে বেশ কিছু নিয়ম আনা হয়েছে। গত বছর সাদা বলের ফর্ম্যাটে ‘স্টপ ক্লক’ ব্যবহারও শুরু হয়ে গিয়েছে। পরিবর্তন ঘটেছে বাউন্ডারি লাইনে ক্যাচ নেওয়ার পদ্ধতিতেও।
এবার টেস্ট ক্রিকেটে আসছে একঝাঁক পরিবর্তন। যার মধ্যে উল্লেখযোগ্য ‘স্টপ ক্লক’ পদ্ধতি। মন্থর ওভার রেটের সমস্যা মেটাতেই মূলত এই ভাবনা। দুই ওভারের মধ্যেকার সময়সীমা বেঁধে দেওয়া হবে। তিনবার এই বিধি ভঙ্গ করলে পেনাল্টি রান।
লালা ব্যবহারে বল পরিবর্তনের ক্ষেত্রে লাগাম টানা হচ্ছে। থাকছে রিভিউ সিস্টেম, নো বলে ক্যাচের ক্ষেত্রে তৃতীয় আম্পায়ারের এক্তিয়ারে পরিবর্তনও। একঝাঁক পরিবর্তনের মধ্যে উল্লেখযোগ্য নিয়মগুলি হল।
ক্লক টাইম : মন্থর ওভাররেট আটকাতে স্টপ ক্লক এবার টেস্টেও। ওভার শেষ হওয়ার পর পরবর্তী ওভার শুরু করতে হবে ১ মিনিটের মধ্যে। আম্পায়াররা বিধি ভাঙলে দুইবার সতর্ক করবেন। তৃতীয়বারে ৫ রান পেনাল্টি ফিল্ডিং দলের।
বল বদল : ইচ্ছাকৃত থুতু লাগিয়ে বল পরিবর্তনের অনৈতিক সুবিধা আদায়ে লাগাম টানা হচ্ছে। নিয়ম ভাঙলে এক্ষেত্রে ৫ রান পেনাল্টি। বল একমাত্র খেলার অযোগ্য হলে তবেই পরিবর্তনের ভাবনা।
ডিআরএস : ক্যাচের সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাটাররা রিভিউ নিলে, ব্যাট-বলের সংযোগ দেখা হবে। বল ব্যাটে না লাগলে পাশাপাশি দেখা হবে অন্য কোনও ভাবে ওই বলে আউটের সম্ভাবনা আছে কিনা।