উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অন্ধ্রপ্রদেশের কুর্নুলে একটি ড্রোন-চালিত ক্ষেপণাস্ত্রের (ULPGM-V3) সফল পরীক্ষা সম্পন্ন করল ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)। এটিকে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে এক মাইলফলক হিসাবে ধরা হচ্ছে। এই সফল ফ্লাইট ট্রায়াল সম্পন্ন হয়েছে ন্যাশনাল ওপেন এরিয়া রেঞ্জে (NOAR) ।
ডিআরডিও-র এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স'(পূর্বের টুইটার)-এ করা এক পোস্টে তিনি ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন এবং এই পরীক্ষাকে ভারতের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে “এক বড় অগ্রগতি” হিসেবে অভিহিত করেছেন।
In a significant increase to India’s defence capabilities, @DRDO_India has efficiently carried out flight trials of UAV Launched Precision Guided Missile (ULPGM)-V3 within the Nationwide Open Space Vary (NOAR), take a look at vary in Kurnool, Andhra Pradesh.
Congratulations to DRDO and the business… pic.twitter.com/KR4gzafMoQ
— Rajnath Singh (@rajnathsingh) July 25, 2025
রাজনাথ সিং তাঁর পোস্টে লিখেছেন, “ভারতের প্রতিরক্ষা সক্ষমতার ক্ষেত্রে এক বড় অগ্রগতি। ডিআরডিও (DRDO_India) অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ন্যাশনাল ওপেন এরিয়া রেঞ্জে(NOAR) ইউএভি (UAV) লঞ্চড প্রিসিশন গাইডেড মিসাইল (ULPGM-V3)-এর সফল ফ্লাইট ট্রায়াল সম্পন্ন করেছে। ডিআরডিও, ডিসিপিপি, এমএসএমই এবং অন্যান্য স্টার্ট-আপগুলিকে এই (ULPGM-V3) সিস্টেমের উন্নয়ন ও সফল পরীক্ষার জন্য অভিনন্দন। এই সাফল্য প্রমাণ করে যে, ভারত এখন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রযুক্তি গ্রহণ ও উৎপাদনে প্রস্তুত।” এই সফল পরীক্ষাকে ভারতের আত্মনির্ভরশীল প্রতিরক্ষা ব্যবস্থার দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।