DRDO | ড্রোন-চালিত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় অগ্রগতি

DRDO | ড্রোন-চালিত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় অগ্রগতি

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অন্ধ্রপ্রদেশের কুর্নুলে একটি ড্রোন-চালিত ক্ষেপণাস্ত্রের (ULPGM-V3) সফল পরীক্ষা সম্পন্ন করল ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)। এটিকে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে এক মাইলফলক হিসাবে ধরা হচ্ছে। এই সফল ফ্লাইট ট্রায়াল সম্পন্ন হয়েছে ন্যাশনাল ওপেন এরিয়া রেঞ্জে (NOAR) ।

ডিআরডিও-র এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স'(পূর্বের টুইটার)-এ করা এক পোস্টে তিনি ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন এবং এই পরীক্ষাকে ভারতের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে “এক বড় অগ্রগতি” হিসেবে অভিহিত করেছেন।

রাজনাথ সিং তাঁর পোস্টে লিখেছেন, “ভারতের প্রতিরক্ষা সক্ষমতার ক্ষেত্রে এক বড় অগ্রগতি। ডিআরডিও (DRDO_India) অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ন্যাশনাল ওপেন এরিয়া রেঞ্জে(NOAR) ইউএভি (UAV) লঞ্চড প্রিসিশন গাইডেড মিসাইল (ULPGM-V3)-এর সফল ফ্লাইট ট্রায়াল সম্পন্ন করেছে। ডিআরডিও, ডিসিপিপি, এমএসএমই এবং অন্যান্য স্টার্ট-আপগুলিকে এই (ULPGM-V3) সিস্টেমের উন্নয়ন ও সফল পরীক্ষার জন্য অভিনন্দন। এই সাফল্য প্রমাণ করে যে, ভারত এখন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রযুক্তি গ্রহণ ও উৎপাদনে প্রস্তুত।” এই সফল পরীক্ষাকে ভারতের আত্মনির্ভরশীল প্রতিরক্ষা ব্যবস্থার দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *