Dragon Fruit | বাড়ির ছাদেই ড্রাগন ফল চাষ করে লক্ষ্মীলাভ, তাক লাগাচ্ছেন উত্তর ধূপঝোরার রবিউল

Dragon Fruit | বাড়ির ছাদেই ড্রাগন ফল চাষ করে লক্ষ্মীলাভ, তাক লাগাচ্ছেন উত্তর ধূপঝোরার রবিউল

শিক্ষা
Spread the love


চালসা: বাড়ির ছাদেই ড্রাগন ফলের চাষ (Dragon Fruit)। তাক লাগালেন মাটিয়ালি ব্লকের উত্তর ধূপঝোরা (Uttar Dhupjhora) বাজারের তরুণ রবিউল আলম। সম্পূর্ণ জৈব সার প্রয়োগ করে ১৫টিরও বেশি প্রজাতির ড্রাগন ফলের চাষ করেছেন তিনি।

পশ্চিম মেদিনীপুরের এক ব্যক্তির ড্রাগন ফল চাষের পদ্ধতির ভিডিও ইউটিউবে দেখেছিলেন রবিউল। তারপর থেকেই এই ফল চাষের ইচ্ছা জেগেছিল তাঁর। এরপর ওই ব্যক্তির ফোন নম্বর জোগাড় করে ড্রাগন ফলের চারা নিয়ে আসেন। কিন্তু জমিতে জায়গা না থাকায় বাড়ির ছাদেই ড্রাগন ফল চাষের চেষ্টা শুরু করেন তিনি। মেলে সফলতাও। এবছরই প্রথম পরীক্ষামূলকভাবে এই ফলের ৬০টি চারাগাছ লাগিয়েছিলেন তিনি। ইতিমধ্যে ৪ বার ফলও তুলেছেন। প্রথমে শখের বসে এই চাষ শুরু করলেও এখন ড্রাগন ফল বিক্রিও করছেন তিনি। ৪০০ টাকা কেজি প্রতি বাজারদরে ড্রাগন ফল বিক্রি করছেন রবিউল। ইতিমধ্যেই ১৮-২০ কেজি ফল বিক্রি হয়ে গিয়েছে। আগামী দিনে চাষের পরিমাণ বাড়ানোর ইচ্ছা রয়েছে তাঁর।

রবিউলের এই ছাদবাগান দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন। ব্যবসার পাশাপাশি এই ছাদবাগান সামলে খুশি তিনিও। এপ্রসঙ্গে রবিউল বলেন, ‘প্রথমবার ড্রাগন চাষ করে এতটা সফল হব ভাবিনি। হাতেকলমে সেভাবে কারোর কাছে প্রশিক্ষণও নেওয়া হয়নি কখনও। আগামীতে আরো বেশি জমিতে এই চাষ করার ইচ্ছা রয়েছে। যে কেউ চাইলে এই ফল চাষ করে আর্থিকভাবে স্বনির্ভর হতে পারবে।’ বিষয়টি ব্লক কৃষিবিভাগকে জানানোর পর সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *