সংবাদ সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আকাশ পরিষ্কার ছিল, নির্দিষ্ট উচ্চতায় উড়ছিল বিমান। তারপরেও বিমানটিকে আসতে দেখে কেন পথ ছাড়ল না সেনার হেলিকপ্টার? ওয়াশিংটনে বিমান-কপ্টার দুর্ঘটনায় প্রশ্ন তুললেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজ থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে এমন ঘটনায় ষড়যন্ত্র শঙ্কা মার্কিন প্রেসিডেন্টের। এই দুর্ঘটনা এড়ানো যেত বলেও দাবি তাঁর। ঠিক কী বলেছেন তিনি?
Mid-air collision close to Ronald Reagan Reagan airport | US President Donald Trump posts, “The airplane was on an ideal and routine line of strategy to the airport. The helicopter was going straight on the airplane for an prolonged time frame. It’s a clear evening, the lights on… pic.twitter.com/AZ9Sy5owDp
— ANI (@ANI) January 30, 2025
(প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন