উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সিনেমার উপর এ বার থেকে ১০০ শতাংশ কর আদায় করবে মার্কিন প্রশাসন। এমনটাই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসার পর থেকেই বিবিধ বিদেশি পণ্যের উপর শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার কর আরোপ হল সিনেমার উপরে। ট্রাম্পের ঘোষণার পর থেকেই শুল্ক আদায় প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে মার্কিন মুলুকে। এর প্রভাব পড়বে ভারতে প্রযোজিত ছবিগুলির উপরেও। কোনও ভারতীয় ছবি আমেরিকায় মুক্তি পেলে বাড়তি কর দিতে হবে প্রযোজনা সংস্থাকে।
আমেরিকার চলচ্চিত্রের বাজারে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। প্রভাব পড়েছে হলিউডেও। এর পিছনে গভীর চক্রান্ত রয়েছে বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অভিযোগ, আমেরিকান স্টুডিও এবং চলচ্চিত্র নির্মাতাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে বলে। এতে যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মার্কিন ফিল্ম ইন্ডাস্ট্রি, পাশাপাশি সমৃদ্ধ হচ্ছে সেই নির্দিষ্ট দেশের অর্থনীতি। সোমবার নিজের সমাজমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘‘চলচ্চিত্র নির্মাতা এবং স্টুডিওগুলিকে আমেরিকা থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য অন্যান্য দেশ প্রলোভন দেখাচ্ছে। হলিউড এবং আমেরিকার অন্য অনেক জায়গা বিধ্বস্ত হয়ে পড়ছে। বিভিন্ন দেশ একত্রে এই কাজ করছে। ফলে এটি আমেরিকার জাতীয় সুরক্ষার বিরুদ্ধে হুমকির সমান।’’
ট্রাম্প বাণিজ্য দপ্তরকে নির্দেশ দিয়েছেন, বিদেশে প্রযোজিত যে সমস্ত ছবি মার্কিন মুলুকে আসছে, অবিলম্বে সেগুলির উপর ১০০ শতাংশ কর আরোপ করা হয়। ট্রাম্পের এই নির্দেশের পর শুল্ক আরোপের কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য দপ্তরের সচিব হোয়ার্ড লুটনিক। তবে ট্রাম্পের নির্দেশের ক্ষেত্রে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। বিদেশি প্রযোজনা সংস্থাগুলির উপর শুল্ক আরোপিত হবে না যে সমস্ত আমেরিকান বিদেশে গিয়ে ছবি বানাচ্ছেন, তাঁদের কর দিতে হবে, তা এখনও পরিষ্কার নয় ট্রাম্পের নির্দেশিকায়।
উল্লেখ্য, মাসখানেক আগে চিন জানিয়েছিল, তাদের দেশে আমেরিকায় তৈরি সিনেমার প্রদর্শনের পরিমাণ কমিয়ে দেওয়া হচ্ছে। তার পর বিদেশি সিনেমায় শুল্ক আরোপের কথা জানালেন ট্রাম্প।