Donald Trump | মার্কিন ভিসাধারীদের ওপর ট্রাম্পের কঠোর নজরদারি, সাড়ে ৫ কোটি ভিসা যাচাই শুরু!

Donald Trump | মার্কিন ভিসাধারীদের ওপর ট্রাম্পের কঠোর নজরদারি, সাড়ে ৫ কোটি ভিসা যাচাই শুরু!

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে। এবার তাদের নজরে এসেছে বৈধ ভিসাধারীরাও। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে, তারা ৫ কোটি ৫০ লাখের বেশি ভিসাধারীর নথি নতুন করে যাচাই-বাছাইয়ের কাজ শুরু করবে। এই পদক্ষেপের ফলে অনেক অভিবাসীর ভিসা বাতিলের ঝুঁকি তৈরি হয়েছে।

মার্কিন বিদেশ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, এই যাচাই প্রক্রিয়ার মূল লক্ষ্য হল এমন ভিসাধারীদের শনাক্ত করা, যারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অথবা অপরাধমূলক কার্যক্রমে জড়িত হয়েছেন। অপরাধ প্রমাণিত হলে তাদের ভিসা বাতিল করে যে কোনও সময় যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হতে পারে।

প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ক্ষমতায় আসার প্রথম দিনেই একটি নির্বাহী আদেশে স্পষ্ট করে দিয়েছিলেন যে, যেসব বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রে আসবেন, তাঁরা যেন মার্কিন সংস্কৃতি, সরকার বা নীতির প্রতি কোনও বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ না করেন। এরপর থেকেই ভিসা আবেদন ও অভিবাসন আইন আরও কঠোর করা হয়। এর অংশ হিসেবে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির বিষয়েও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

গত জুন মাসেই মার্কিন বিদেশ দপ্তর জানায়, তারা প্রতিটি আবেদনকারীর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবে। শিক্ষার্থী কিংবা এক্সচেঞ্জ প্রোগ্রামের আবেদনকারী—সকলের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট পর্যালোচনা করা হবে। সেই ধারাবাহিকতায় এবার ৫ কোটিরও বেশি ভিসা পর্যালোচনার এই ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে, যা ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির এক নতুন দিক বলে মনে করছেন অনেকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *