উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সাতটি যুদ্ধ থামিয়েছেন, প্রতিটির জন্য নাকি তাঁর নোবেল শান্তি পুরস্কার প্রাপ্য! এমনই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ভারত-পাকিস্তান যুদ্ধ থামানো নিয়ে ফের একবার কৃতিত্ব দাবি করেছেন তিনি। তাঁর বক্তব্য, ‘বাণিজ্য বন্ধের’ হুমকিতেই নাকি দুই দেশ যুদ্ধ থামিয়েছে।
ট্রাম্প শনিবার আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতার নৈশভোজে বলেছেন, ‘ভারত এবং পাকিস্তানের কথা ভাবুন। আপনি জানেন কীভাবে আমি এটা বন্ধ করেছি? বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে। ভারত-পাকিস্তান, থাইল্যান্ড-কম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, ইজরায়েল-ইরান, মিশর এবং ইথিওপিয়া, রোয়ান্ডা এবং কঙ্গো – আমরা তাদের সবাইকে থামিয়েছি এবং শান্তি চুক্তি করেছি।’
ট্রাম্পের বক্তব্য, তিনি ভারত ও পাকিস্তানকে বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন। তার পরই নাকি দুই দেশ যুদ্ধ থামিয়েছে। নৈশভোজে ট্রাম্পকে বলতে শোনা যায়, একজন নাকি তাঁকে বলেছিলেন, তিনি যদি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘাত বন্ধ করতে পারেন, তাহলে তাঁর নোবেল পুরস্কার পাওয়া উচিত। মার্কিন প্রেসিডেন্ট তখন তাঁকে বলেছিলেন, ‘আমি সাতটি যুদ্ধ বন্ধ করেছি। প্রতিটির জন্য আমার নোবেল পুরস্কার পাওয়া উচিত।’
নৈশভোজে ট্রাম্পের স্বীকারোক্তি, তিনি ভেবেছিলেন, রাশিয়া-ইউক্রেন সংঘাত থামানো সহজ হবে। কারণ রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো। কিন্তু পুতিন তাঁকে হতাশ করেছেন।