Donald Trump | ভারত-পাক যুদ্ধ বন্ধের কৃতিত্ব তাঁকেই দিয়েছেন মুনির! দাবি করে ট্রাম্প বললেন, ‘আমি সম্মানিত’

Donald Trump | ভারত-পাক যুদ্ধ বন্ধের কৃতিত্ব তাঁকেই দিয়েছেন মুনির! দাবি করে ট্রাম্প বললেন, ‘আমি সম্মানিত’

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত পাকিস্তান (India Pakistan Battle) যুদ্ধ বন্ধ করে লক্ষ লক্ষ জীবন বাঁচানোর জন্য পাক ফিল্ড মার্শাল আসিম মুনির তাঁকেই কৃতিত্ব দিয়েছেন বলে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। গত মঙ্গলবার কোয়ান্টিকোতে সামরিক নেতৃত্বের এক সভায় ট্রাম্প এমন দাবি করেছেন। তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনির কয়েকদিন আগে এখানে (হোয়াইট হাউস) ছিলেন। এবং তিনি (মুনির) একদল লোককে বলেছিলেন, ‘এই ব্যক্তি (ট্রাম্প) লক্ষ লক্ষ জীবন বাঁচিয়েছেন কারণ তিনি যুদ্ধ বন্ধ করেছেন।’  ট্রাম্পের আরও দাবি, ‘ওই যুদ্ধ খুব খারাপ হতে চলেছিল। আমি খুব সম্মানিত বোধ করছিলাম। তিনি যেভাবে বলেছিলেন তা আমার খুব ভালো লেগেছে।’ ফের একবার ট্রাম্প দাবি করেন, হোয়াইট হাউসে ৯ মাসে তাঁর প্রশাসন ‘সাতটি যুদ্ধ’ নিষ্পত্তি করেছে। গাজায় প্রস্তাবিত শান্তি চুক্তির প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, ‘গতকাল আমরা হয়তো সবচেয়ে বড় যুদ্ধের (গাজা যুদ্ধ) নিষ্পত্তি করতে পেরেছি, যদিও আমি জানি না, পাকিস্তান এবং ভারত উভয়ই পারমাণবিক শক্তিধর। আমি তাদের মধ্যে যুদ্ধের নিষ্পত্তি করেছি।’ কীভাবে বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দিয়ে তিনি ভারত-পাকিস্তান উভয় দেশকে যুদ্ধ বন্ধে রাজি করিয়েছেন, তা আরও একবার বলেন ট্রাম্প।

উল্লেখ্য ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জনের মৃত্যুর পর পালটা ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারত। এই অভিযানের অংশ হিসেবে, ভারতীয় বাহিনী পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী শিবিরগুলিতে হামলা চালায়। ৯ টি শিবির গুঁড়িয়ে দেওয়া হয়। শতাধিক সন্ত্রাসবাদীর মৃত্যু হয়। পাকিস্তান পালটা হামলা চালালেও ভারত তা প্রতিহত করে। দুই পক্ষের মধ্যে সংঘাত যখন চরমে তখন ১০ মে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। ডোনাল্ড ট্রাম্প প্রথম সমাজমাধ্যমে যুদ্ধবিরতির কথা জানান। ভারত জানায়, ডিজিএমও পর্যায়ে বৈঠকে যুদ্ধ থামানোর প্রস্তাব দেয় পাকিস্তান।  সেই প্রস্তাবে ভারত রাজি হয়েছে। যদিও এরপর থেকে ট্রাম্প বহুবার দাবি করেছেন, তিনিই ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছেন। যদিও ভারত যুদ্ধবিরতির পেছনে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কথা অস্বীকার করেছে। পাকিস্তান প্রথমে ট্রাম্পের দাবি অস্বীকার করলেও পরে তা মেনে নিয়ে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম মনোনীত করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *