Donald Trump | ‘ভারত-পাকিস্তানের সঙ্গে কাজ করব’, কাশ্মীর সমস্যা সমাধানে আগ্রহী ট্রাম্প

Donald Trump | ‘ভারত-পাকিস্তানের সঙ্গে কাজ করব’, কাশ্মীর সমস্যা সমাধানে আগ্রহী ট্রাম্প

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত ও পাকিস্তান যে সংঘর্ষবিরতিতে (India-Pakistan Ceasefire) রাজি হয়েছে, তা প্রথমে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। যদিও তার কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সংঘর্ষবিরতির কথা জানান বিদেশসচিব বিক্রম মিস্রি। রবিবার ফের ভারত এবং পাকিস্তানের সংঘর্ষবিরতির সিদ্ধান্তের প্রশংসা করেছেন ট্রাম্প। শুধু তাই নয়, কাশ্মীর সমস্যা (Kashmir subject) মেটাতে ভারত ও পাকিস্তানের সঙ্গে কাজ করতেও আগ্রহী তিনি।

এদিন নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ-এ ট্রাম্প লেখেন, ‘আমি ভারত ও পাকিস্তানের শক্তিশালী নেতৃত্বের জন্য অত্যন্ত গর্বিত। কারণ উভয় দেশই সম্পূর্ণরূপে বুঝতে পেরেছে যে বর্তমানে এই আগ্রাসন বন্ধ করার সময় এসেছে। এই সংঘর্ষে অনেক নিরীহ মানুষের মৃত্যু হতে পারত। দুই পক্ষের এই সাহসী পদক্ষেপ প্রশংসনীয়।’

এরপরই কাশ্মীর সমস্যা সমাধানের পাশাপাশি ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক মজবুত করার আগ্রহও প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি লিখেছেন, ‘আমি গর্বিত যে আমেরিকা দুই দেশকে এই ঐতিহাসিক এবং বীরত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করতে পেরেছে। আলোচনা না হলেও, আমি এই দুই দেশের সঙ্গেই বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে আগ্রহী। পাশাপাশি কাশ্মীর সমস্যার কোনও সমাধানে পৌঁছানো যায় কিনা, তা নিয়েও দুই দেশের সঙ্গে কাজ করব।’ যদিও ট্রাম্পের মন্তব্য নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি ভারত সরকার।

শনিবার আচমকাই ট্রাম্প ঘোষণা করে লেখেন, ‘আমেরিকার মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, যে ভারত এবং পাকিস্তান অবিলম্বে পূর্ণ সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে। বাস্তবজ্ঞান এবং অসাধারণ বুদ্ধিমত্তার সদ্ব্যবহার করার জন্য দুই দেশকে অভিনন্দন। এই বিষয়ে (সংঘর্ষবিরতি) মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ!’ ট্রাম্পের পোস্টের পর ভারতীয় বিদেশসচিব বিক্রম মিস্রি জানান, বিকেল ৫টা থেকেই দু’দেশের মধ্যে সংঘর্ষবিরতি শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *