Donald Trump | পাকিস্তান সফরে যাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট, বিবৃতি দিয়ে জানাল হোয়াইট হাউস

Donald Trump | পাকিস্তান সফরে যাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট, বিবৃতি দিয়ে জানাল হোয়াইট হাউস

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের মুখে চুনকালি লাগল পাকিস্তানের! বৃহস্পতিবার পাকিস্তানের দুটি সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয় যে, সেপ্টেম্বরে পাকিস্তান সফরে আসবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পাকিস্তান মিডিয়ার এমন দাবি উড়িয়ে দেয় হোয়াইট হাউস। হোয়াইট হাউসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এখনই পাকিস্তান সফরের কোনও পরিকল্পনা নেই আমেরিকার প্রেসিডেন্টের। এই প্রসঙ্গে ইসলামাবাদের মার্কিন দূতাবাস জানিয়েছে, ট্রাম্পের পাকিস্তান সফর নিয়ে কিছু বলার নেই তাদের। একই মন্তব্য পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র শফাকত আলি খানেরও।

স্বাভাবিক ভাবেই তথ্য যাচাই না করে ভুল সংবাদ প্রচারের জন্য বিব্রত হতে হয় ওই সংবাদমাধ্যমগুলিকে। যদিও পরবর্তীতে এমন ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিয়েছে পাকিস্তানের ওই সংবাদমাধ্যম দুটি। খবরটিও প্রত্যাহারও করে নেওয়া হয়েছে। ক্ষমা চেয়ে নিয়ে ওই সংবাদমাধ্যমগুলি স্বীকার করে নেয় যে, বিদেশ মন্ত্রকের থেকে নিশ্চিত না হয়েই এমন খবর প্রকাশ করেছিল তারা।  পরবর্তীতে পাক বিদেশ মন্ত্রকের তরফে জানান হয়েছে, আপাতত ট্রাম্পের পাকিস্তান সফরের কোনও পরিকল্পনা নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *