উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ফের বিতর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার অবশ্য কোনও রাজনৈতিক কারণে নয়। তাঁর প্রেস সেক্রেটারি (Press Secretary) ক্যারোলিন লেভিটের (Caroline Levitt) প্রশংসা করতে গিয়ে ট্রাম্প যে ভাষা ব্যবহার করেছেন তা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ট্রাম্প ক্যারোলিন লেভিটকে হোয়াইট হাউসের প্রেস সচিব হিসেবে বেছে নেন। তিনিই হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সচিব।
এবার সেই ক্যারোলিন সম্পর্কে তিনি বলেন, ‘উনি এখন তারকা হয়ে গিয়েছেন। ওঁকে দেখতে সুন্দর। ওঁর তীক্ষ্ণ বুদ্ধিও রয়েছে। আর ওঁর ঠোঁট দুটো! মেশিন গানের মতো নড়াচড়া করে।’
ট্রাম্পের এমন মন্তব্য নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে সমাজমাধ্যমে। অনেকেই এমন মন্তব্যের সমালোচনা করেছেন। তাঁদের বক্তব্য, ট্রাম্প একজন নারী সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন তা খুব বাজে। একজন ব্যক্তি প্রেসিডেন্ট পদে থেকে কীভাবে এমন মন্তব্য করেন। প্রশ্ন তুলেছেন অনেকে।
কয়েকদিন আগে ক্যারোলিন বলেছিলেন, ট্রাম্পের নোবেল পাওয়া উচিত। কারণ, তাঁর জন্যই বিভিন্ন দেশের মধ্যে সংঘর্ষবিরতি সম্ভব হয়েছে। ক্যারোলিনের ওই মন্তব্য নিয়ে বলতে গিয়ে তাঁকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের বক্তব্য, তাঁর মতো প্রেস সচিব আর কোথাও কারও নেই। আগেও কখনও কারও ছিলও না।