উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের সঙ্গে শুল্কযুদ্ধের (Tariff Struggle) আবহেই ফের চিনের উপর শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এমনকি তাঁর দাবি, আমেরিকা চাইলেই চিনকে ধ্বংস করে দিতে পারে। মূলত চিনের বিরল চুম্বক পর্যাপ্ত পরিমানে আমেরিকাতে রপ্তানি না করা হলে ২০০ শতাংশ শুল্ক চাপানো হতে পারে বলে বেজিংকে সতর্ক করে দিয়েছেন ট্রাম্প।
সোমবার ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং-এর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেই বৈঠকের পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আমেরিকার সঙ্গে চিনের (US-China) সম্পর্ক নিয়ে মুখ খোলেন তিনি। সেখানেই তিনি বলেন, ‘চিনের কাছে কিছু তাস রয়েছে। আমাদের কাছেও কিছু অবিশ্বাস্য তাস রয়েছে। কিন্তু আমি সেই তাস খেলতে চাই না। কারণ আমি যদি সেই তাস খেলতে শুরু করি, তাহলে তা চিনকে ধ্বংস করে দেবে। তাই আমি সেই তাস খেলার মতো পরিস্থিতি তৈরি করতে চাইছি না।’
এরপরই চিনের উপর ২০০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, ‘আমাদেরকে চিনের বিরল চুম্বক দিতেই হবে। যদি তা না দেওয়া হয় সেক্ষেত্রে ২০০ শতাংশ শুল্ক বা অন্য এমনই কিছু আরোপ করতে হবে।’ তবে বেজিংয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চান বলেও উল্লেখ করেছেন ট্রাম্প।
উল্লেখ্য, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বিরল চুম্বক উৎপাদন করে চিন। আমেরিকার প্রযুক্তি ও সামরিক ক্ষেত্রে এই চুম্বক ব্যবহার করা হয়। কিন্তু ট্রাম্পের মতে, বাণিজ্যের টানাপোড়েনে এই আমেরিকাকে এই বিরল খনিজ রপ্তানি বন্ধ করে দিতে পারে চিন। সেই আশঙ্কা থেকেই চিনকে এই হুঁশিয়ারি দিলেন ট্রাম্প।