ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সাম্প্রতিক মন্তব্য গাজা (Gaza) সংঘাতের মানবিক দিক নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ইজরায়েলকে (Israel) গাজায় ‘কাজ শেষ’ করার আহ্বান জানিয়ে এবং হামাস সম্পর্কে ‘তারা মরতে চায়’ এমন বেপরোয়া উক্তি করে তিনি বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছেন। তাঁর এই মন্তব্য সংঘাতের মানবিক বিপর্যয় এবং সাধারণ নাগরিকদের দুর্দশাকে উপেক্ষা করার ইঙ্গিত দেয়।
শুক্রবার ফ্লোরিডায় (Florida) এক নির্বাচনি প্রচারে ট্রাম্প গাজা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বলেন, “ইজরায়েলকে কাজ শেষ করতে হবে। আমার মনে হয় হামাস মরতে চায়, ওরা শহিদ হতে চায়।” তিনি আরও যোগ করেন, “হামাস এই সংঘাত চায়। ওরা ইজরায়েলের অস্তিত্ব চায় না।” ট্রাম্পের এই ধরনের মন্তব্য গাজায় চলমান ভয়াবহ মানবিক সংকট, যেখানে হাজার হাজার সাধারণ নাগরিক, বিশেষ করে নারী ও শিশু নিহত হয়েছে, সেই বাস্তবতাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে। তাঁর এই উক্তি কেবল হামাস যোদ্ধাদের উদ্দেশ্য করে নয়, বরং এর মাধ্যমে তিনি একটি জটিল সংঘাতকে সরলীকরণ করে মানবিক বিপর্যয়ের প্রতি চরম উদাসীনতা প্রকাশ করেছেন বলে সমালোচকরা মনে করছেন।
যুদ্ধক্ষেত্রে যেকোনো পক্ষের চরমপন্থীদের আত্মঘাতী প্রবণতা থাকলেও, একজন রাষ্ট্রপ্রধানের মুখে এমন মন্তব্য সংঘাতের আগুনে ঘি ঢালার শামিল। এটি ইজরায়েলি সামরিক অভিযানকে আরও আগ্রাসী করার প্ররোচনা দিতে পারে এবং আন্তর্জাতিক মহলে শান্তি আলোচনার পথকে আরও কঠিন করে তুলতে পারে। ট্রাম্পের এই ধরনের সংবেদনহীন বক্তব্য অতীতেও বহুবার বিতর্কের জন্ম দিয়েছে এবং এবারও তা গাজার নিরীহ মানুষের জীবন ও দুর্দশার প্রতি তার নির্লিপ্ত মনোভাবকেই তুলে ধরল।