Donald Trump | ক্ষুব্ধ ট্রাম্প, ইরান নিয়ে সুর বদল তুলসীর

Donald Trump | ক্ষুব্ধ ট্রাম্প, ইরান নিয়ে সুর বদল তুলসীর

শিক্ষা
Spread the love


ওয়াশিংটন: কয়েক সপ্তাহের মধ্যে পরমাণু বোমা তৈরি করতে পারে ইরান। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলির কাছে এ সংক্রান্ত তথ্য রয়েছে। শনিবার এমনটাই দাবি করেছেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের ভারতীয় বংশোদ্ভূত প্রধান তুলসী গাবার্ড। সংবাদমাধ্যম ইরান ইস্যুতে তাঁর মন্তব্য বিকৃত করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।

কিছুদিন আগে এই তুলসীই জানিয়েছিলেন, ইরান পরমাণু বোমা তৈরি করছে এমন প্রমাণ তাঁদের কাছে নেই। আমেরিকার গোয়েন্দা প্রধানের মন্তব্যে স্বাভাবিকভাবে বিতর্কের ঝড় উঠেছিল। তুলসীর বক্তব্য খারিজ করে দেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানান, ইরানের পরমাণু শক্তিধর দেশে পরিণত হওয়ার বিষয়টিকে লঘুভাবে বিচার করেছেন মার্কিন গোয়েন্দা প্রধান। তারপরেই তুলসীর আগের অবস্থান সরে আসা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করা এক বিবৃতিতে তুলসী লিখেছেন, ‘মিডিয়া অসৎভাবে আমার মন্তব্যকে মূল প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করেছে। ভুল খবর প্রচার করা হচ্ছে। আমেরিকার গোয়েন্দা তথ্য অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে ইরান। এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান স্পষ্ট। এটা হতে দেওয়া যাবে না।’ ঘটনাচক্রে গত মার্চে তুলসী মার্কিন কংগ্রেসকে জানিয়েছিলেন, পরমাণু অস্ত্র তৈরি করছে না ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই ২০০৩ সালেই পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। সেই অবস্থান থেকে সরে আসেনি ইরান।

ট্রাম্প অবশ্য চলতি সপ্তাহে ২ বার তুলসীর বক্তব্য খারিজ করে দিয়েছেন। সাংবাদিকরা বুধবার তুলসীর ইরান-মন্তব্য নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প বিরক্তির সুরে বলেছিলেন, ‘উনি কী বললেন তাতে কিছু যায়-আসে না।’ এরপরেই বিবৃতি দিলেন তুলসী গাবার্ড। এক শ্রেণির মিডিয়া তাঁর সঙ্গে ট্রাম্পের দূরত্ব তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন আমেরিকার গোয়েন্দা প্রধান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *