উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি ঘোষণায় তিনি ভূমিকা পালন করেছিলেন বলে আগেই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার নয়া দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি আবার মনে করিয়ে দেন, তাঁর মধ্যস্থতার ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘শান্তি প্রতিষ্ঠা’ হয়েছে। শুধু তাই নয়, ট্রাম্পের দাবি, ভারত-পাক সংঘর্ষের সময় তিনি ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে।
ট্রাম্পের কথায়, ‘মোদির সঙ্গে ফোনে কথা বলেছিলাম। জিজ্ঞাসা করেছিলাম, ভারত আর পাকিস্তানের মধ্যে কী হচ্ছে? এত বিদ্বেষ কিসের?’ দু’দেশকেই বাণিজ্যচুক্তি বাতিল এবং শুল্ক আরোপের হুঁশিয়ারিও দিয়েছিলেন বলে দাবি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ‘আমি বলেছিলাম, আপনারা (ভারত-পাকিস্তান) পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়বেন। আমি আপনাদের সঙ্গে কোনও বাণিজ্যচুক্তি করতে চাই না। আপনাদের উপর এত বেশি শুল্ক আরোপ করব যে কল্পনা করতে পারবেন না।’ ট্রাম্পের দাবি, কথোপকথনের পাঁচ ঘণ্টার মধ্যে দু’দেশের মধ্যে সংঘর্ষবিরতি হয়। মার্কিন মন্ত্রীসভার বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে কথা বলার সময় ট্রাম্পের কণ্ঠে শোনা যায় ভারত-পাক সাম্প্রতিক সামরিক অস্থিরতার প্রসঙ্গ।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় (Pahalgam Terror Assault) প্রাণ হারিয়েছিলেন ২৬ জন। সেই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। ৬ মে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় ভারত। নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। ভারতের হামলায় একাধিক পাক জঙ্গিঘাঁটি ধ্বংস হয়। এরপর টানা চারদিন দু’দেশের মধ্যে সংঘাত চলে। সেই সংঘাত থামে ১০ মে। সংঘর্ষবিরতির কথা ঘটনাচক্রে প্রথম ঘোষণা করেছিলেন ট্রাম্প। তারপর থেকে বারবার সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্প এবং তাঁর প্রশাসন একই দাবি করে আসছে। যদিও ট্রাম্পের সেই দাবি বারবার প্রত্যাখ্যান করেছে ভারত।