Donald Trump | আমেরিকার হামলায় ইরানের পরমাণুকেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়নি! সংবাদমাধ্যমের দাবি ওড়ালেন ট্রাম্প

Donald Trump | আমেরিকার হামলায় ইরানের পরমাণুকেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়নি! সংবাদমাধ্যমের দাবি ওড়ালেন ট্রাম্প

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : আমেরিকার হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি। এমনই দাবি করা হয়েছে কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। যদিও সেই দাবিকে ভুয়ো বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনিয়ে ক্ষোভ উগরে দিয়ে তিনি জানিয়েছেন, ইরানের পরমাণুকেন্দ্র ধ্বংস হয়নি বলে সংবাদমাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে, তা সঠিক নয়। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘কয়েকটি সংবাদমাধ্যম ভুয়ো খবর ছড়িয়ে ইতিহাসের অন্যতম সফল সামরিক অভিযানের গুরুত্বকে খাটো করে দেখাতে চাইছে। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে।’

আমেরিকার একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের দুটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়ে প্রবেশপথ বন্ধ করে দিতে পেরেছে। কিন্তু সেখানকার ভূগর্ভস্থ ভবনগুলো ধ্বংস করতে পারেনি। প্রতিবেদনে আরও বলা হয়, হামলার আগেই ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় একটি অংশ সরিয়ে ফেলেছিল। ফলে হামলায় পারমাণবিক উপাদানের খুব সামান্যই ধ্বংস হয়েছে। মনে করা হচ্ছে, এসব ইউরেনিয়ামের কিছু অংশ ইরানের গোপন পারমাণবিক কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। হামলায় যতটা ক্ষয়ক্ষতি হওয়ার ছিল, তার চেয়ে কম হয়েছে। আরেকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনেও একই দাবি করা হয়। তবে যেসব মার্কিন গোয়েন্দাদের সঙ্গে কথা বলে ওই প্রতিবেদন লেখা হয়েছিল, তাঁরা কেউই নাম প্রকাশ করতে চাননি। আর ওই প্রতিবেদন নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন ট্রাম্প।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট এক বিবৃতিতে ওই প্রতিবেদনকে ‘পুরোপুরি ভুল’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘এর উদ্দেশ্য পরিষ্কার। প্রেসিডেন্ট ট্রাম্প এবং যাঁরা অত্যন্ত নিখুঁতভাবে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসের অভিযানে অংশ নিয়েছেন, তাঁদের হেয় করতেই এটা করা হয়েছে।’ প্রসঙ্গত, রবিবার ইরানের ফোরদো, নাতান্‌জ ও ইসফাহানে অবস্থিত তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় মার্কিন সেনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *