Donald Trump | আজ আমেকিরার মসনদে বসবেন ট্রাম্প, ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ, থাকছেন কারা?

Donald Trump | আজ আমেকিরার মসনদে বসবেন ট্রাম্প, ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ, থাকছেন কারা?

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেজে উঠেছে হোয়াইট হাউস (White Home) চত্বর। আবহাওয়ার কথা মাথায় রেখে এবার শপথগ্রহণ অনুষ্ঠান হতে চলেছে ইন্ডোরে।

আমেরিকার স্থানীয় সময় সকাল ৮টা থেকে সাধারণ মানুষের জন্য ন্যাশনাল মলের গেট খুলে দেওয়া হবে। প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের শপথের আগে থাকছে সংগীতানুষ্ঠান। স্থানীয় সময় দুপুর ১২টা এবং ভারতীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ শপথ নেবেন ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এরপর দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণ দেবেন ট্রাম্প। তারপরও রয়েছে একাধিক কর্মসূচি।

এদিন শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের প্রতিনিধিরা। থাকছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না বলে খবর। ভারতের প্রতিনিধি হিসেবে শপথ অনুষ্ঠানে থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S. Jaishankar)। এলন মাস্ক, মার্ক জুকারবার্গের মতো শিল্পপতিরা থাকছেন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে। ভারত থেকে মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও তাঁর স্ত্রী নীতা আম্বানির উপস্থিত থাকার কথা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *