ডোমকল: আত্মীয়ের দেহ কবরস্থ করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু ঘটল এক যুবকের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গী এলাকায়। মৃতের নাম যাদব আলি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক তাঁর এক আত্মীয়ার মৃতদেহ কবরস্থ করে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। আচমকা একটি নিয়ন্ত্রণহীন গাড়ি এসে তাঁকে সজোরে ধাক্কা মারলে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। পরবর্তীতে পরিবারের লোকজন এসে যুবকের দেহ সনাক্ত করেন।
এই প্রসঙ্গে মৃত যুবকের ভাই বলেন, “দাদা আমাদের এক নিকট আত্মীয়র দেহ কবরস্থ করে সবেমাত্র বাড়ি ফিরছিলেন। শেষ পর্যন্ত উনি নিজেই ভাগ্যের নির্মম পরিহাসে দুর্ঘটনার বলি হয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন।”