উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কোয়ার্টার ফাইনালে হারিকা দ্রোণাভল্লিকে হারিয়ে ফিডে মহিলা বিশ্বকাপের(FIDE Ladies’s World Cup) সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় দাবাড়ু দিব্যা দেশমুখ। কনেরু হাম্পির পর দ্বিতীয় ভারতীয় হিসাবে এই প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছালেন তিনি। প্রসঙ্গত, এই প্রতিযোগিতার প্রথম ৩ প্রতিযোগী ২০২৬-এর ক্যান্ডিডেটস-এ খেলার যোগ্যতা অর্জন করবেন। যেহেতু ভারতের দুজন প্রতিযোগী সেমিফাইনালে পৌঁছেছেন তাই অন্তত ১ জনের জায়গা সেখানে নিশ্চিত।
এদিনের কোয়ার্টার ফাইনালে দুই ভারতীয় দাবাড়ু দিব্যা এবং হাম্পির মধ্যে তুল্যমূল্য লড়াই চলে। ড্র হয় দুটি গেমই। টাইব্রেকারের মাধ্যমে বেছে নেওয়া হয় সেমিফাইনালিস্টকে। সেমিফাইনালে দিব্যার প্রতিপক্ষ চিনের তান ঝোংগি। অপর সেমিফাইনালেও দেখা যাবে ভারত-চিন দ্বৈরথ। সেই ম্যাচে ভারতের হাম্পির প্রতিপক্ষ চিনের লেই তিংজি। মঙ্গলবার বিকেল ৪ টায় শুরু হবে সেমিফাইনালের প্রথম গেম।