উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লিভার ক্যানসারের সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী দীপিকা কক্কর (Dipika Kakar)। মে মাসে সামনে এসেছিল তাঁর অসুস্থতার খবর। ক্যানসারের চিকিৎসাও শুরু হয়েছে তাঁর। এসবের মাঝেই হঠাৎ ফের তাঁর অসুস্থতার খবর সামনে এল। দীপিকা নিজেই জানিয়েছেন, ভালো নেই তিনি।
জানা গিয়েছে, ‘ভাইরাল ইনফেকশন’-এ আক্রান্ত অভিনেত্রী। নিজের ভ্লগে দীপিকা জানান, হঠাৎ ফের শরীর খারাপ। ভাইরাল ইনফেকশন হয়েছে। শরীর আরও দুর্বল হয়ে গিয়েছে। চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। অস্ত্রোপচারের পর ১০ জুলাই থেকে শুরু হয়েছে দীপিকার ‘টার্গেটেড থেরাপি’। অভিনেত্রী আগেই জানিয়েছিলেন, চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে চিন্তিত তিনি। এবার চিকিৎসার মাঝেই তাঁর ‘ভাইরাল ইনফেকশন’-এ আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে।