Dinhata cyber crime | এক ফোনেই গায়েব সাড়ে সাত লক্ষাধিক টাকা, গ্রেপ্তার জামতারার এক বিচারাধীন বন্দি

Dinhata cyber crime | এক ফোনেই গায়েব সাড়ে সাত লক্ষাধিক টাকা, গ্রেপ্তার জামতারার এক বিচারাধীন বন্দি

ব্লগ/BLOG
Spread the love


দিনহাটাঃ হঠাৎ ফোন, আর ফোন বাজতেই ফোনের ওপার থেকে পরিচয় এল আমি অমুক ব্যাংকের স্টাফ বলছি। আপনার অ্যাকাউন্ট ডিটেইলস প্রয়োজন। ডিটেইলস না পেলে বন্ধ হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট। আর ব্যাস এরপরেই সেই গ্রাহক কিছু না বুঝেই ব্যাংক ডিটেইলস দিতেই চোখের নিমেষে ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব ৭ লক্ষ ৬৯ হাজার ৭০০ টাকা। এ ঘটনা কোনও সিনেমার গল্প নয়, দিনহাটা পুরসভার ১২ নং ওয়ার্ডের বাসিন্দা দীপালি শেঠের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা।

জানা গিয়েছে, গত ১ মার্চ দীপালির কাছে ব্যাংক কর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তির ফোন আসে, এরপর সে নানা কারণ দেখিয়ে ব্যাংক ডিটেইলস হাতিয়ে নেয়। এরপরেই ব্যাংক থেকে সাত লক্ষ ঊনসত্তর হাজার সাতশো টাকা গায়েব হয়ে যায়। সঙ্গে সঙ্গে দীপালি কোচবিহার সাইবার ক্রাইম ও দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার বেশ কয়েকমাস পর সাইবার ক্রাইমের তদন্তকারীদের তদন্তে উঠে আসে ঝাড়খণ্ডের জামতারা যোগ। অর্থাৎ যে মোবাইল দিয়ে এই প্রতারণা করা হয়েছিল তা আসলে ঝাড়খণ্ডের জামতারা জেলার বাসিন্দা ভরত দে’র। ওই ব্যক্তি অন্য একটি কেসে ইতিমধ্যে জামতারা জেলে বিচারাধীন। পুলিশের তরফে আদালতে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়। এবং আদালত গত ১৮ অগাস্ট তা মঞ্জুর করে দেয়। এরপরেই জামতারায় গিয়ে জেল থেকে অভিযুক্ত ভরতকে নিয়ে আসে দিনহাটা থানার পুলিশ। শুক্রবার দিনহাটা এসিজেএম এ তুললে ভরত দে’কে আট দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক। আগামি ৩০ অগাস্ট তাকে ফের কোর্টে পেশ করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *