সাহেবগঞ্জ: দুঃসাহসিক চুরি দিনহাটা (Dinhata) ২-এর সাহেবগঞ্জ (Sahebganj) বিডিও অফিস পাড়া এলাকায়। পাঁচ ভরি সোনা সহ প্রায় তিন লক্ষাধিক টাকা নিয়ে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে বলে অভিযোগ।
গতকাল স্থানীয় স্বপ্নারানী দে সরকার তাঁর নাতনিকে নিয়ে বাড়ির অদূরে ছিন্নমস্তা মন্দিরে গিয়েছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে সোনা, টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। স্বপ্নাদেবীর কথায়, এমআইএসের জন্য ব্যাংক থেকে টাকা তুলেছিলেন। সেই টাকা চুরি যাওয়ার পাশাপাশি আলমারিতে থাকা সোনা চুরি হয়েছে। পরিবারের আরেক সদস্যের দাবি, ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে গোটা ঘর ওলটপালট করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ (Police)। এদিকে বিডিও অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে এমন ঘটনায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।