Dinhata | বুড়া ধরলা নদীতে স্নান করতে নেমে বিপত্তি, তলিয়ে গেল দিনহাটার এক কিশোর   

Dinhata | বুড়া ধরলা নদীতে স্নান করতে নেমে বিপত্তি, তলিয়ে গেল দিনহাটার এক কিশোর   

শিক্ষা
Spread the love


দিনহাটাঃ দিনহাটার বুড়া ধরলা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল ১৪ বছরের এক কিশোর। রবিবার ঘটনাটি ঘটেছে দিনহাটা পেটলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দ্বারিকামারী গ্রামে। নিখোঁজ কিশোরের নাম অগ্নি কর্মকার। সে দিনহাটা পুরসভার ৭ নং ওয়ার্ডের বোর্ডিংপাড়ার বাসিন্দা।  এদিন সন্ধ্যা পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়েও কিশোরের খোঁজ মেলেনি।

জানা গিয়েছে, এদিন চার বন্ধু দিনহাটা থেকে সাইকেলে চেপে বুড়া ধরলা নদীতে স্নান করতে যায়। তাদের মধ্যে দু’জন স্নান করতে নামে। নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যায় অগ্নি। তাকে তলিয়ে যেতে দেখে বাকি বন্ধুরা চিৎকার শুরু করে। এই চিৎকার শুনে ঘটনাস্থলে আসেন স্থানীয়রা। কিশোরের খোঁজে নদীতে নেমে খোঁজ শুরু করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ। তলব করা হয় সিভিল ডিফেন্সকে। ঘটনার প্রায় তিন ঘন্টা বাদে সিভিল ডিফেন্সের কর্মীরা নদীতে নেমে কিশোরের খোঁজে তল্লাশি শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কিশোরের বাবা চঞ্চল বর্মনও, যদিও তিনি এদিন এবিষয়ে কিছুই বলতে চাননি।

উল্লেখ্য এই একই জায়গায় স্নান করতে নেমে গত বছর দিনহাটা পুরসভার ১৬ নং ওয়ার্ডের দুই কিশোরের মৃত্যু হয়েছিল জলে ডুবে। ঠিক সেই ঘটনার এক বছর কাটতে না কাটতেই ফের জলে নিখোঁজের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা পিন্টু বর্মন জানান, “হঠাৎই নদীর পাড়ে কিশোরদের চিৎকার শুনে ছুটে এসে জানতে পারি দু’জন স্নান করতে নেমেছিল, তাদের মধ্যে একজন তলিয়ে গিয়েছে, আরেকজন সাঁতার জানায় পাড়ে উঠতে পেরেছে। এরপরেই সময় নষ্ট না করে আমরা কয়েকজন মিলে নদীতে নেমে খোঁজ শুরু করি। কিন্তু ওই কিশোরের কোনও খোঁজ মেলেনি।” পিন্টুর কথায় এর আগেও চারবার এই জায়গায় জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে।

দিনহাটা থানার আইসি জয়দীপ মোদকের জানান, নদীতে কিশোরের খোঁজে সিভিল ডিফেন্সে খবর দেওয়া হলে তারা এসেই নদীতে ডুবুরি নামিয়ে খোঁজ শুরু করেব দিয়েছে। তবে এখনও পর্যন্ত কিশোরের খোঁজ মেলেনি। আগামিকাল ফের তল্লাশি করা হবে বলে জয়দীপ মোদক জানান



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *