Dinhata | বিয়েবাড়ির প্যান্ডেলের বাঁশ বিদ্যুতের তারে লেগে বিপত্তি! মৃত ১

Dinhata | বিয়েবাড়ির প্যান্ডেলের বাঁশ বিদ্যুতের তারে লেগে বিপত্তি! মৃত ১

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


দিনহাটা: বিয়েবাড়ির প্যান্ডেলের বাঁশ খুলতে গিয়ে, সেই বাঁশ ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনাটি ঘটেছে গোসানিমারী-২ গ্রাম পঞ্চায়েতের মল্লিরহাট বাজার সংলগ্ন এলাকায়। মৃত শ্রমিকের নাম মকসেদুল মিঞা(৩০), বাড়ি বড়নাচিনা বাঁশতলায়।

ঘটনাপ্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বড়ো নাটাবাড়ির আশরাফুল আলমের বাড়িতে শনিবার বিয়ের অনুষ্ঠান ছিল। রবিবার বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেলে বিয়ের প্যান্ডেলের বাঁশ খুলতে উপরে ওঠে মকসেদুল নামে এক যুবক। কিন্তু অসতর্কতার কারণে সেই বাঁশ গিয়ে বাড়ির ওপরে থাকা ১১ হাজার ভোল্টের তারে লাগা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবক ছিটকে মাটিতে পড়ে যায়। এরপর বাড়ির মালিক সহ অন্যান্য শ্রমিকরা মিলে তাঁকে গোসানিমারী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

এবিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ফাতেহা রাব্বানা বলেন, ‘এটি মর্মান্তিক একটি দুর্ঘটনা। যতদূর শুনতে পেলাম, বিয়ের প্যান্ডেলের বাঁশ খুলতে গিয়ে তা বিদ্যুতের তারে লেগে যাওয়ায় বিপওি ঘটেছে। এধরণের কাজে সতর্কতার প্রয়োজন ছিল।’ ইতিমধ্যে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে দিনহাটা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *