দিনহাটা: যেখানে গ্রামের মানুষ বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হবে, সেইসব গ্রামে হুলিয়া জারি করে দিতে হবে, বিজেপি যাতে ওখানে ঢুকতে না পারে! এমন বিতর্কিত মন্তব্যের মধ্য দিয়েই ফের বিজেপিকে হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এখানেই থেমে না থেকে তিনি আরও বলেন, ‘পোয়াতুরকুঠি এলাকার বাসিন্দারা যদি দিল্লিতে আক্রান্ত হয় তাহলে বিজেপির জন্য ১৪৪ ধারা জারি হয়ে যাবে পোয়াতুরকুঠিতে।’ শনিবার দিনহাটা ২ ব্লকের বামনহাটের সাবেক ছিট পোয়াতুরকুঠি এলাকায় একটি স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠান শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।
এ বিষয়ে বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, ‘উনি সবসময় হুলিয়া জারি করেন। ওনার কাজই এটা। কোথায় হেনস্থা হচ্ছে? উনি একবার দেখাক কোথাও হেনস্থা হচ্ছে কিনা। কোচবিহারের মানুষকে শুধু আতঙ্কে রাখার জন্য বারবারই তিনি এসব মন্তব্য করে থাকেন। কাজের কাজ কিছুই হবে না, মানুষ সবই জানে। এনারা শুধু মিথ্যা কথা বলে এটাই মানুষ জানে।’
ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ওপর নানাভাবে অত্যাচার করা হচ্ছে বলে বারংবার অভিযোগ তুলে আসছে তৃণমূল কংগ্রেস। এই অভিযোগকে সামনে রেখে পথে নামতে দেখা গিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক দলীয় নেতৃত্বকে। এর আগেও এই বিষয়ে নানা সময়, নানা ভাষায় বিজেপিকে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে উদয়নকেও। এবার তাঁর গলায় এই বিতর্কিত থুরি নতুন ‘হুমকি’র সুর।