দিনহাটা: প্রায়ই নয়ারহাট হাইস্কুলের ছাত্রীদের উওক্ত করতো একদল তরুণ। বৃহস্পতিবারও স্কুল ছুটির পর ছয়জন জন ছাত্রী টোটোয় চেপে বাড়ির উদ্দেশ্য রওনা হলে বাইকে পিছু নেয় দুই তরুণ। কখনও টোটোর সামনে গিয়ে তারা দাঁড়িয়ে পড়ে আবার কখনও টোটোর পেছনে গিয়ে কেরামতি দেখাতে থাকে। আর এই কেরামতি করতে গিয়ে ওই দুই তরুণের বাইক গিয়ে লাগে অন্য একটি বাইকে। আর দুই বাইকের সংঘর্ষের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে ছাত্রীদের টোটোটিও। এই ঘটনার পর গুরুতর আহত হয় পাঁচজন ছাত্রী ও টোটো চালক। স্থানীয় বাসিন্দারা আহত ছাত্রীদের ও টোটোচালককে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। ছাত্রীদের প্রত্যেকের মাথায়, হাতে ও পায়ে আঘাত লেগেছে। আর এই ঘটনার পর থেকেই ছাত্রীদের নিরাপওা নিয়ে প্রশ্ন উঠেছে।
যদিও দুর্ঘটনার পরই দুই তরুণই বাইক নিয়ে চম্পট দেয়। আহত এক ছাত্রী জানায়, দুই তরুণ তাদের পিছু নেওয়ার সময় অন্য বাইকের সঙ্গে ধাক্কা লাগায় তাদের টোটোটি দূর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়রা জানায়, প্রায়ই রোমিওরা স্কুল ফেরত ছাত্রীদের উওক্ত করে। কিছুদিন আগে দু’জন রোমিওকে নয়ারহাট পুলিশ আটকও করে। যদিও এবিষয়ে এসডিপিও ধীমান মিত্র জানান, বিষয়টি জানা নেই, তবে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। নয়ারহাট হাইস্কুলের প্রধান শিক্ষক তাপস সরকার জানান, পুলিশের সাথে কথা বলবো যাতে স্কুল ছুটির পরও ছাত্রীদের বাড়তি নিরাপত্তা দেওয়া হয়।