দিনহাটা : পাটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর প্রয়াত মা-কে কটূক্তির অভিযোগ উঠেছে রাহুল গান্ধির কর্মসূচির মঞ্চ থেকে। এই অভিযোগ তুলে দেশজুড়ে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। শুক্রবার এর আঁচ পড়ল বাংলাতেও। এদিন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সদর দপ্তরে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। রাহুল গান্ধিকে ক্ষমা চাওয়ার দাবি তুলে তার ছবিতে কালি লেপে দেওয়া হয়।
এর প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি দিনহাটাতেও (Dinhata) পথ অবরোধ করে কংগ্রেসের কর্মী সমর্থকরা। দিনহাটার (Dinhata) মেইন রোডে একটি লেন আটকে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সদস্য কমল দাশগুপ্ত, কংগ্রেস নেতা হরিহর রায় সিংহ, মাসুদ হাসান সহ অন্যান্যরা। কংগ্রেস নেতা কমল দাসগুপ্ত বলেন, ‘রাহুল গান্ধি যেভাবে সারা দেশ জুড়ে ভোট চুরিকে সামনে এনে দিয়েছেন তারই প্রতিবাদে আজ কলকাতার অফিসে এই বর্বরোচিত হামলা।’