দিনহাটাঃ দশমীতে বিক্ষিপ্ত রাজনৈতিক অশান্তির অভিযোগ উঠল দিনহাটায়। বৃহস্পতিবার রাতে ভেটাগুড়ি আনাজবাজারে দুর্গা পুজো মণ্ডপে পাহাড়ারত দুই তৃণমূল কর্মী তপন বর্মণ ও নরেশ বর্মণকে মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। পালটা শুক্রবার তৃণমূলের ভেটাগুড়ি দুই অঞ্চল সভাপতি সুনীল রায় সরকারের নেতৃত্বে ব্রহ্মাণের চৌকি ও বাইশগুড়ি এলাকায় পঞ্চায়েত সমিতির সদস্যা সীতা বর্মন ও আরও দুজনের বাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। সীতা বর্মণ জানান, এর আগেও একাধিকবার বাড়ি ভাঙচুর হয়েছে, পুলিশ কিছুই করেনা। তাঁর ছেলেকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তৃণমূলের অঞ্চল সভাপতি সুনীল রায় সরকার অবশ্য জানান, বিজেপি তাদের দুই কর্মীকে মারধর করেছে, তাঁরা দ্রুত পুলিশের দ্বারস্থ হবেন। তবে বাড়ি ভাঙচুরের ঘটনা তাঁর জানা নেই বলে জানিয়েছেন তিনি।