দিনহাটা: কাপড় মেলতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক গৃহবধূর। শুক্রবার দুপুর ১ টা পনেরো মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে দিনহাটা পুরসভার ৩ নং ওয়ার্ড এলাকায়। মৃত ওই গৃহবধূর নাম চম্পা আদিত্য সরকার (৩২)। এক ছাদ থেকে অপর একটি ছাদে কাপড় মেলতে গিয়ে নীচে পড়ে যান তিনি। এরপরেই তাঁকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।