কলকাতা: সব জল্পনার অবসান কাটিয়ে রবিবার থেকে দলের সঙ্গে অনুশীলন শুরু করলেন মোহনবাগান তারকা দিমিত্রিস পেত্রাতোস। আহল এফ-কে ম্যাচের পর কোচ হোসে ফ্রান্সিসকো মোলিনার সঙ্গে দিমিত্রির একটা দুরত্বের ছবি সামনে এসেছিল। কিন্তু এদিন অনুশীলনে বাগানের অজি তারকাকে দেখা গেল খোলামেলা মেজাজে। দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করলেন তিনি।
সেপান ম্যাচের আগে মোলিনাকে স্বস্তি দেবে মনবীর সিংয়ের সুস্থ হয়ে ওঠা। এদিন পুরোদমে অনুশীলন করেছেন বাগানের পাঞ্জাবি তারকা। তবে আলবার্তো রডরিগেজকে নিয়ে একটু অস্বস্তি রয়েই গেল। এদিন পুরো অনুশীলন করলেন না তিনি। এছাড়াও অনুশীলনে ছিলেন না আশিস রাই। তবে দুই-একদিনের মধ্যে তিনিও অনুশীলনে যোগ দেবেন।
সেপান ম্যাচকে মাথায় রেখে মোলিনা পুরোপুরি প্রস্তুতি শুরু করে দিলেও ভিসা সমস্যা নিয়ে জটিলতা এখনও কাটেনি। তিন অজি তারকা ইরান যেতে পারবেন কি না, তা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। দুই-একদিনের মধ্যে বিষয়টি পরিষ্কার হবে। ২৬ তারিখে হয়তো ইরান রওনা দিতে পারে মোহনবাগান।
এদিকে, দীপাবলির পরেই অনুশীলন শুরু করছে মোহনবাগানের যুব দল। ডেভেলপমেন্ট লিগের আগে বেশ কয়েকটি প্রতিযোগিতায় অংশ নেবে ডেগি কার্ডোজোর ছেলেরা। এর মধ্যে বরদলুই ট্রফি, সিকিম গোল্ড কাপের মতো প্রতিযোগিতা রয়েছে। এমনকি উত্তরবঙ্গেও দুটি প্রতিযোগিতাতে খেলতে দেখা যেতে পারে বাগানের যুব দলকে।