Dilip Ghosh | রাস্তার উদ্বোধনে গিয়ে মহিলাদের ক্ষোভের মুখে দিলীপ, ‘তৃণমূল’ বলে পালটা আক্রমণ বিজেপি নেতার

Dilip Ghosh | রাস্তার উদ্বোধনে গিয়ে মহিলাদের ক্ষোভের মুখে দিলীপ, ‘তৃণমূল’ বলে পালটা আক্রমণ বিজেপি নেতার

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহিলাদের বিক্ষোভের মুখে দাঁড়িয়ে পালটা ক্ষোভ উগরে দিলেন বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। খড়গপুরের ঘটনা। এদিন খড়গপুরের (Kharagpur) ৬ নম্বর ওয়ার্ডে ভবানীপুর এলাকায় একটি রাস্তার উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ ঘোষ । দিলীপ একদা খড়্গপুরের বিধায়ক ছিলেন। তা ছাড়া খ্ড়গপুর মেদিনীপুর লোকসভার মধ্যে পড়ে। তাই এখানকার প্রাক্তন সাংসদও দিলীপ। তাঁরই সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের টাকায় ওই রাস্তা তৈরি হয়েছে। তাই দিলীপবাবু সেখানে গিয়েছিলেন।

কিন্তু তাঁকে দেখেই বিক্ষোভ দেখাতে শুরু করে দেন এলাকার মহিলারা। দিলীপের অভিযোগ বিক্ষোভরত মহিলারা সবাই তৃণমূল। মহিলারা দিলীপকে প্রশ্ন করেন, এতদিন কোথায় ছিলেন ? এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন দিলীপ, সাফ বলেন, ‘টাকা দিয়েছি। কারও বাপের টাকা নয়। ভিখারি পার্টি নয়। আমি টাকা দিয়ে বানিয়েছি।’  এতেই আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন মহিলারা। দিলীপ কেন বাপের কথা তুললেন সেই প্রশ্ন তোলেন তারা।  দিলীপও ছেড়ে কথা বলেননি, গলা তুলেই জানিয়ে দেন ‘চোদ্দপুরুষ তুলব’।

বেশি কথা বললে গলা টিপে ধরার কথাও বলেন দিলীপ। এতে এলাকা কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে। দিলীপের গাড়ির সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা। বিক্ষুব্ধ মহিলাদের প্রশ্ন, দিলীপ ঘোষ এখন আর সাংসদও নন, বিধায়কও নন, তাহলে কোন ক্ষমতা বলে তিনি রাস্তার উদ্বোধন করতে এসেছেন? যদিও বিক্ষোভকে আমল না দিয়ে এলাকা ছেড়ে বেরিয়ে যায় দিলীপের গাড়ি।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাস্তা উদ্বোধন না করেই ফিরে যান প্রাক্তন সাংসদ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *