Dilip Ghosh | দিঘার জগন্নাথ মন্দির দর্শনের জের! কোলাঘাটে দিলীপকে ঘিরে গো-ব্যাক স্লোগান

Dilip Ghosh | দিঘার জগন্নাথ মন্দির দর্শনের জের! কোলাঘাটে দিলীপকে ঘিরে গো-ব্যাক স্লোগান

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য সরকারের আমন্ত্রণে দিঘায় জগন্নাথ মন্দিরে (Jagannath Mandir) যাওয়াই হল কাল! প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের (Dilip Ghosh) অবস্থা দেখে এমনটাই বলছেন ওয়াকিবহালমহল। বৃহস্পতিবার স্ত্রীকে সঙ্গে নিয়ে কোলাঘাটে চা চক্রে যোগ দিতে গিয়েছিলেন দিলীপ ঘোষ।  তাঁকে দেখেই তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। তাঁর গাড়িও আটকে দেন। তুমুল বচসার মধ্যেই গাড়ি থেকে নেমে পড়েন দিলীপ-পত্নী। দলীয় কর্মীদের বোঝান ঠান্ডা মাথায়।

জানা গেছে, দিঘার কর্মসূচির শেষ করে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বরদাবাড় গ্রামে একটি চা চক্রে সস্ত্রীক  যোগ দিতে যান বিজেপি নেতা দিলীপ ঘোষ । সেখানে পৌঁছনোর পর বিজেপির বেশ কিছু নেতা কর্মী  দিলীপ ঘোষকে দেখে বিক্ষোভ দেখান ও ‘গো ব্যাক’ স্লোগান দেন। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে আসেন দিলীপ-জায়া রিঙ্কু। সবাইকে বোঝান শান্ত থাকতে।

অন্যদিকে দিলীপ বলেন, ‘বিজেপিতে (BJP) নতুন কিছু লোক এসেছে। তাঁরাই এই বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। পার্টিকে কব্জা করতে চাইছে। পুরোনো কর্মীরা বসে গিয়েছেন। এঁরা যদি যোগ্য কর্মী হতেন, তা হলে এই খারাপ ফল হতো কেন?’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *