Dilip Ghosh | ‘কার চাপে রাজনীতি করছে?’, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবকে নিশানা দিলীপের

Dilip Ghosh | ‘কার চাপে রাজনীতি করছে?’, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবকে নিশানা দিলীপের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুটিংয়ের কাজে স্কটল্যান্ডে থাকলেও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সোমবারই কলকাতায় চলে আসেন অভিনেতা তথা ঘাটালের সাংসদ (TMC MP) দেব (Dev) । তারপর যোগ দেন ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশেও। কিন্তু এর মধ্যে তিনি একবারও ঘাটালের বন্যা পরিস্থিতি দেখতে যাননি। আর তাই এবার ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যুতে সাংসদ হিসেবে দেবের ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর কথায়, ‘দেব ভালো ছেলে। কিন্তু এমন ভালো ছেলে হয়ে লাভ কী? যে কি না নিষ্কর্মা। কার চাপে দেব এখনও রাজনীতি করছে?’

২০২৪ সালের লোকসভা ভোটে লড়তে চাননি দেব। ভোটের আগে জানিয়েছিলেন, কাজের চাপের জন্য রাজনীতিতে থাকতে চান না তিনি। সেই সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান না হওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন তৃণমূলের তারকা সাংসদ। যদিও পরবর্তীতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবকে ভোটে লড়তে রাজি করান। মমতা আশ্বাস দিয়েছিলেন, কেন্দ্র টাকা না দিলে রাজ্য সরকারই ঘাটাল মাস্টার প্ল্যান সম্পন্ন করবে। এরপরই ফের ভোটে দাঁড়িয়ে জয়ী হয়ে ঘাটালের সাংসদ হিসেবে নির্বাচিত হন দেব। এরপর কথামতো ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরুর পরেও দেবকে ঘাটালে যেতে দেখা যায়নি।

এদিকে, সোমবার খড়গপুরে সভা করার পর মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। সেখানেই দেবের ঘাটালে না যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে বিজেপি নেতা বলেন, ‘দেব প্রতিবার ভোটের আগে ঘাটাল মাস্টার প্ল্যান করার কথা দেয়। কিন্তু কেন এভাবে বারবার ঘাটালবাসীকে ধোঁকা দিচ্ছেন তিনি? কার চাপে দেব এখনও রাজনীতি করছে? এবার ওঁর ইস্তফা দেওয়া উচিত।’

এরপর দেবের পাশাপাশি তৃণমূলকেও নিশানা করে দিলীপ বলেন, ‘দেবকে জোর করে তৃণমূল নেতৃত্ব ভোটে প্রার্থী করেছে। তৃণমূলের তরফে ওঁকে হুমকি দেওয়া হয়। বলা হয়, ভোটে না দাঁড়ালে সিনেমা বন্ধ করে দেবে, প্রোডাকশনে বাধা দেবে।’ তাই দেবকে ‘পরামর্শ’ দিয়ে বিজেপি নেতা বলেন, ‘দম থাকলে দল থেকে বেরিয়ে এসো।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *