উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ একুশের মঞ্চে কী দিলীপ ঘোষকে দেখা যাবে? বিজেপির এই দাপুটে নেতাকে নিয়ে জল্পনার অন্ত নেই বঙ্গ রাজনীতিতে। শমীক ভট্টাচার্য বিজেপির নতুন রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই জল্পনা আরও বেড়ে যায়। সোমবার সকালে এই জল্পনাকে আরও কিছুটা উসকে দিলেন খোদ দিলীপই। যদিও নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য মনে করেন দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন আছেন থাকবেনও। শমীক বলেন, ”দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর সেখানেই লাগানো হবে।”
সোমবার ইকো পার্কে মর্নিং ওয়াকে গিয়েছিলেন দিলীপ ঘোষ। আর সেখানেই তাঁকে ছেঁকে ধরেন সাংবাদিকরা। প্রশ্ন একটাই, একুশের মঞ্চে কি তাঁকে দেখা যাবে? এই প্রশ্নে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ‘‘কোনও না কোনও মঞ্চে তো আমাকে দেখা যাবেই। আসুক না ২১ তারিখ। রাজনীতি জল্পনায় চলে। দেখা যাক না কি হয়। মানুষ কি জানতে চায় সেটাই আসল। জল্পনা দিয়েই অনেকের রাজনীতি হয়। আমার জলও নেই। পোনাও নেই। আমার রাজনীতি আছে। ২১ জুলাইয়ের পর আর কোনও প্রশ্ন থাকবে না। সব প্রশ্নের সমাধান হয়ে যাবে। পদ্ম থেকে জোড়া ফুলে তো যাতায়াত লেগেই থাকে ৷ সেই তত্ত্ব থেকেই অনেকে বলে। এই প্রশ্ন তো আপাতত রোজ জিজ্ঞাসা করবেন। আপনাদের আর কোনও প্রশ্ন থাকলে বলুন।’’